৭ বছর প্রেম আর আংটি বদলের ৩ বছর পর বিয়ে ভাঙলেন নুসরাত ফারিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/14/nusrat_faria_marriage.jpg)
দীর্ঘ সাত বছরের প্রেমের পর প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সময়ের হিসাবে সেই বাগদানের প্রায় তিন বছর হতে চলল; ২০২০ সালের মার্চ।
তখন নুসরাত ফারিয়া জানিয়েছিলেন বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরে। সেই ডিসেম্বর শেষে আরও এক ডিসেম্বর গেছে, আরেক ডিসেম্বর আসন্ন, তবু বিয়ের খবর ছিল না নায়িকার। গণমাধ্যমকে বলে আসছিলেন, ব্যস্ততার কারণে বিয়েটা করতে পারছেন না তিনি।
এবার জানা গেল, রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ে হচ্ছে না তাঁর, বিয়ে ভেঙে গেছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেছেন, ‘জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না। আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই।’
নুসরাত ফারিয়া সম্প্রতি কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুট শেষ করেছেন। নতুন করে তিন সিনেমার কথাবার্তা চূড়ান্ত করেছেন রেখেছেন, যার মধ্যে দুটি বাংলাদেশি, একটি কলকাতার।