ভয়ের নাটকের জনপ্রিয়তা বাড়ছে : অংশু

নাটকের নাম ‘হ্যালো বেবি ডল’। গতকাল শুক্রবার উত্তরায় হয়ে গেল নাটকটির শুটিং। জনপ্রিয় থ্রিলার সিরিয়াল ফ্রাইট নাইটের জন্য এই নাটকটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। তিনি জানান, নাটকের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে, পরে এটি পরিবর্তনও হতে পারে। নাটকের শুটিং একটানা আরো কয়েকদিন চলবে বলে জানান তিনি।
‘ফ্রাইট নাইট’ সিরিয়ালের খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়ার রহস্য কী? প্রশ্ন করতে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘আমার মনে হয় আমাদের দেশে এ ধরনের সিরিয়াল এর আগে নির্মাণ হয়নি। কাজটি যখন শুরু করি তখন ভাবিনি এত বেশি সাড়া পাব। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। আমি সব সময় কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এই নাটকটিও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আর ভালো কাজ হলে দর্শক সেটা দেখে।’
‘হ্যালো বেবি ডল’ নাটকটিতে অভিনয় করছেন শ্যামল মাওলা, মডেল আইরন, রাইজা রশিদ, আয়েশা মাজার্না প্রমুখ। রাইজা, আয়েশা, আইরিন তারা তিনজনেই প্রথমবারের মতো শ্যামল মাওলার সঙ্গে কাজ করছেন। নাটকটিতে কাজ করতে পেয়ে তারা বেশ আনন্দিত বলে জানান।
নাটকটি জিটিভিতে প্রচারিত হবে।