সানি লিওনের ১০ কথা
বলিউডে আসনটি বেশ পাকাপোক্তই করে নিয়েছেন সাবেক পর্নোতারকা সানি লিওন। ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া শাহরুখ খান অভিনীত ‘রইস’ ছবিতে একটি আইটেম গানে অংশ নিয়েছেন তিনি, যা সামাজিক মাধ্যমে এরই মধ্যে ঝড় তুলেছে। ঝড় তোলা এই তারকা সম্প্রতি জুম টিভিতে জানিয়েছেন নিজের জীবন নিয়ে ১০টি মজার কথা। চলুন জেনে নিই সেগুলো কী।
শরীর
যদি আমার শরীরের কোনো অংশকে বাঁচাতে হয়, তাহলে আমি আমার মুখ বাঁচানোর চেষ্টা করব।
ক্রাশ
আমির খানের ওপর অনেক আগে থেকেই আমার ক্রাশ রয়েছে।
বিয়ের প্রস্তাব
ডানিয়েল বিছানায় বসে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটা বেশ আনন্দের সময় ছিল আমাদের জন্য, আমাদের কুকুরের জন্যও।
যা ছাড়া থাকতে পারেন না
আমার স্বামী, আমার ভাই, আমার কুকুর, আমার ফোন ও আমার ত্বক চর্চার উপকরণ।
আত্মজীবনী
আমি যদি আত্মজীবনী লিখি তাহলে সেটার নাম রাখব ‘করনজিৎ’। (সানি লিওনের আসল নাম করনজিৎ কৌর ভোহরা)
দুঃখ প্রকাশ
আমার মা যখন অনেক অসুস্থ ছিলেন এবং মারা গেলেন, তখন আমি দ্রুত বাসায় ফিরতে পারিনি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ।
খাবার
আমি পিৎজা খেতে সবচেয়ে বেশি পছন্দ করি।
টার্নিং পয়েন্ট
যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতে এসে ‘বিগ বস’-এ অংশগ্রহণ করব। এটাই আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল।
স্বপ্নের কাজ
টম হুপারের অস্কারজয়ী ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিটিতে যদি অভিনয় করতে পারতাম!
পারফেক্ট ইভিনিং
ডিনার, ভালো খাবার, ভালো ওয়াইন ও সুন্দর আলাপ।