অভিনয়ে সিরিয়াস হতে চাই : মেঘ
মডেল আনিজাহ্ আফরিন মেঘ এখন হিজাব এবং বোরখা পরছেন। তাঁকে দেখে মনে হবে পর্দাশীল নারী। তবে বাস্তবে তিনি এ রকম পোশাক পরা শুরু করেননি। সাখাওয়াত সাগর পরিচালিত ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’ তে এমন পোশাকে মেঘকে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন মেঘ।
আসছে রমজানে ‘ছন্নছাড়া’ ধারাবাহিক নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান ২২ বছর বয়সী এই অভিনেত্রী।
নাটকের চরিত্রের সঙ্গে বাস্তবে কোনো মিল আছে কি না জানতে চাইলে মেঘ বলেন, ‘নাটকে আমি অনেক ভদ্র, শান্ত ও মার্জিত একজন নারী। বাস্তবেও আমি মোটেও চঞ্চল নই। সারাক্ষণ চুপচাপ থাকতে ভালো লাগে আমার। চরিত্রের সাথে আমার এতটুকুনই মিল।’
নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মেঘ বলেন, ‘আমি শুটিংয়ের আগে একটু ভয়ে ভয়ে থাকি। কিন্তু ক্যামেরার সামনে যখন যাই তখন আর ভয় থাকে না। মন দিয়ে কাজ করার চেষ্টা করি। আমি মঞ্চ ও অভিনয়ের কোনো কোর্স করিনি। তাই পরিচালকদের প্রতি বেশি নির্ভরশীল আমি। তাঁরা যেভাবে নির্দেশনা দেন আমি চেষ্টা করি সেভাবে অভিনয়টাকে ফুটিয়ে তুলতে। এই নাটকে কাজ করার অভিজ্ঞতা এককথায় দারুণ। আমার গেট আপ, মেক আপে অনেক ভিন্নতা আছে। গল্পেও বৈচিত্র্য আছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
মডেলিং কেমন চলছে? প্রশ্ন শুনে মেঘ জানালেন, ‘এখন পত্রিকার জন্য ফটোশুট বেশি করছি। চলতি মাসে বেশ কিছু টিভিসি করার কথাবার্তা চলছে। আর ঈদের বেশ কয়েকটা নাটকেও আমাকে দেখা যাবে। মডেলিংটা শখের বশে করা। অভিনয়ে সিরিয়াস হতে চাই।’