গীতিময়ে এবারের অতিথি দেলোয়ার জাহান ঝন্টু

এনটিভিতে আগামীকাল সোমবার রাত ৯টায় প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘গীতিময়’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বাপ্পা মজুমদার। অনুষ্ঠানের এ পর্বের আমন্ত্রিত অতিথি প্রখ্যাত চলচ্চিত্রকার, গীতিকার দেলোয়ার জাহান ঝন্টু। তাঁর পছন্দের গান পরিবেশন করবেন শিল্পী মিতালী ও প্রশান্ত।
বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকারদের সৃষ্ট কালজয়ী গানগুলো থেকে নির্বাচিত গান নিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়ে থাকে। নতুন প্রজন্মের শিল্পী ও
মিউজিশিয়ানদের উপস্থাপনায় নতুনভাবে এই গানগুলো সরাসরি স্টুডিওতে ধারণ করা হয়, যেখানে সংশ্লিষ্ট গীতিকার সুরকার একই সেটে উপস্থিত থাকেন। গান চলার ফাঁকে ফাঁকে গীতিকার, সুরকারের সাথে আলাপচারিতায় বেরিয়ে আসে গানগুলোর বৈশিষ্ট্যসহ জানা-অজানা অনেক কথা।
প্রযোজক হাসান ইউসুফ খান বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি প্রতিটি পর্ব চমৎকার ভাবে সাজাতে। এবারের পর্বটিও অনেক গোছানো হয়েছে। আশা করছি অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করবেন।’