ভালোবাসার মানে হলো বন্ধুত্ব : মিম
‘বন্ধুত্ব ছাড়া ভালোবাসা অসম্ভব। আমার কাছে ভালোবাসার মানে হলো বন্ধুত্ব’- আজ বিশ্ব ভালোবাসা দিবসে এনটিভি অনলাইনকে কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম।
এ বিষয়ে মিম বলেন, ‘আমার মা-বাবা ও বোনের সঙ্গে আমার অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এর নামই ভালোবাসা। আবার বন্ধু-বান্ধব ও সহশিল্পী সবার সঙ্গে আমার বন্ধুত্ব আছে। এটাই তো ভালোবাসা।’
বিশেষ কারো সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না জানতে চাইলে মিম বলেন, ‘না, নেই। দর্শকরাই আমার ভালোবাসার মানুষ। অভিনয় আমার প্রেম।’
বছরের শুরুতে মিম অভিনীত রোমান্টিক চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’ মুক্তি পেয়েছিল। ছবির গল্পের সঙ্গে নিজের কোনো মিল খুঁজে পেয়েছেন কি না জানতে চাইলে মিম বলেন, ‘একদম পাইনি। তবে গল্পটা অনেক সুন্দর। অনেক ভালোবাসার গল্প হয়তো এমনই হয়। ছবির শুটিং যখন আমরা লন্ডনে করি তখন অপরিচিত অনেকেই আমার অভিনয় ভালোবাসেন বলে জানিয়েছিলেন। প্রবাসীদের ভালোবাসা পেয়ে সত্যিই আমি খুশি হয়েছিলাম।’
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘আমার প্রাণের প্রিয়া’, ‘সুইটহার্ট’, ‘তারকাঁটা’, ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এ ছাড়া খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে গত বছর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন মিম।