দীপিকার বাবার জন্মদিনে থাকবেন রণবীর সিং
রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন প্রেম করছেন বহুদিন ধরে। এ নিয়ে আকারে ইঙ্গিতে বললেও একসাথে দুজনে কোনো ঘোষণা দেননি এখনো। তাতে কি, নিয়ম রক্ষায় ভুল নেই রণবীরের। ফিল্মফেয়ারের খবরে জানা গেল, দীপিকার বাবার জন্মদিন উদযাপনে থাকবেন তিনিও।
বেশ কিছুদিন আগে ঘাড়ে একটা বড় অপারেশন হয়েছে রণবীরের। সে সময় মিডিয়ার অলক্ষেই হাসপাতালে সারারাত তাঁর পাশে ছিলেন দীপিকা পাড়ুকোন। এখন সেরে উঠলেও হাতে স্লিং ঝুলিয়ে রাখতে হবে নাকি আরো দুই মাস। এরই মধ্যে ‘দিল ধাড়াকনে দো’র প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন রণবীর। সাথে রয়েছে সঞ্জয় লিলার ‘বাজিরাও মাস্তানি’র কাজ। কাজেই দম ফেলার ফুরসত মিলছে না তাঁর, বলা যায়।
ব্যস্ত সময় দীপিকারও কাটছে, কিন্তু এর মধ্যেও বাবার জন্মদিন নিয়ে আলাদা জোর দিয়েছেন তিনি। আয়োজন হওয়া চাই ঠিকঠাক, তাই কাজকর্ম ফেলে এখন পরিবারের সঙ্গে রয়েছেন গত কয়েকদিন ধরে। এমন আয়োজনে রণবীর কি আর না এসে পারেন!
যাকে নিয়ে এত আয়োজন, সেই ব্যক্তিটি, অর্থাৎ দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের ৬০তম জন্মদিন আগামীকাল। তিনি ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। ১৯৮০ সালে তিনি অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ জেতেন। আন্তর্জাতিক পর্যায়ে আরো বড় বড় সব প্রতিযোগিতায় সেরা হয়েছেন তিনি। ১৯৯১ সালে অবসর নেওয়ার পর ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ব্যাডমিন্টন দলের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মিডিয়ার মানুষ হয়ে যাওয়ার আগে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন দীপিকাও।