‘হিরো’ গানটির জন্য অনেক সাড়া পাচ্ছি : কর্ণিয়া

এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কর্ণিয়া। মিশ্র অ্যালবাম ও স্টেজ শো নিয়মিত করলেও প্রথমবারের মতো নিজের একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। এর মধ্যে মোট চারটি গানের রেকর্ডিং করেছেন কর্ণিয়া। সম্প্রতি ‘হিরো’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন কর্ণিয়া।
নতুন এই মিউজিক ভিডিওটির একটি টিজার প্রকাশ করা হয়েছে ফেসবুকে। ‘হিরো’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরিফিন রুমী এবং মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন ফরহাদ আহমেদ। এটাই কর্ণিয়ার প্রথম মিউজিক ভিডিও। আসছে গানের অ্যালবাম এবং প্রথম মিউজিক ভিডিও করার অভিজ্ঞতা নিয়ে কর্ণিয়া কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘হিরো’ গানটির মিউজিক ভিডিও করার অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর : গানটা আমার অ্যালবামের আইটেম নাম্বার। গানে অনেক বিট আছে। আর মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন প্রিতেন্দু দাশ প্রিতু। ভিডিওতে আমার সহকর্মী ছিলেন সানজ জন। শুটিংয়ের দুদিন আগে আমরা একসঙ্গে রিহার্সেল করেছিলাম। ঢাকার মতিঝিল, হাতিরঝিল ও কোক স্টুডিওতে ভিডিওটির শুটিং করা হয়েছে। প্রথম মিউজিক ভিডিওর মডেল হওয়ার অভিজ্ঞতা এককথায় বলব চমৎকার। শ্রোতারা এ ধরনের গান স্টেজে শুনতে অনেক পছন্দ করে। আর ‘হিরো’ গানটির জন্য অনেক সাড়া পাচ্ছি।
প্রশ্ন : অ্যালবামটি কবে প্রকাশ করার ইচ্ছে আছে?
উত্তর : সবেমাত্র চারটি গানের কাজ শেষ করেছি। এ বছর পুরো অ্যালবামের কাজ শেষ করতে চাই। সামনের বছর অ্যালবামটি বের করব। অ্যালবামের জন্য ‘এই যে দুনিয়া’ গানটি কাভার করেছি। গানগুলোর সংগীতায়োজন করছেন আরিফিন রুমী, পার্থ মজুমদার ও নির্ঝর চৌধুরী।
প্রশ্ন : রমজান এবং ঈদে আপনার কাজের পরিকল্পনা কী?
উত্তর : রমজানের আগ পর্যন্ত স্টেজ শো করব। আর রমজানে কিছু টিভি অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছে আছে। গানের রেকর্ডিংয়েরও কিছু কাজ করব। আপাতত এভাবে পরিকল্পনা করেছি। দেখা যাক কী হয়!