টুইটারে ফলোয়ার
শাহরুখ এখন দ্বিতীয় স্থানে
বলিউড তারকাদের ভক্তের সংখ্যা হয়তো গুনে শেষ করা যাবে না। পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ভক্তরা চাইলেই তো তাঁর পছন্দের তারকার কাছাকাছি যেতে পারেন না। তবে তাঁদের এই দুঃখ কিছুটা হলেও ঘুচে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন তারকারা সরাসরি নিজেদের ছবি বা মনের অনুভূতি প্রকাশ করেন।
বলিউডে বিগ বি অমিতাভ বচ্চনের পর মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সবচেয়ে সক্রিয় শাহরুখ খান। জিনিউজের এক খবরে জানা যায়, সম্প্রতি টুইটারে শাহরুখের ফলোয়ারের সংখ্যা ২৪ মিলিয়ন ছাড়িয়েছে। তবে এত ফলোয়ারের পরও অমিতাভ বচ্চনের পেছনেই রয়ে গেছেন তিনি। প্রায় ২৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে যথারীতি শীর্ষে রয়েছেন অমিতাভ বচ্চন। এর পর ছিলেন বলিউড সুলতান সালমান খান। এই মাইক্রো ব্লগিং সাইটে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ২১ দশমিক ৯ মিলিয়ন। কিন্তু সম্প্রতি শাহরুখের অনুসারীর সংখ্যা বেড়ে যাওয়ায় টুইটারে ফলোয়ারের ক্ষেত্রে তৃতীয় স্থানে চলে গেছেন সালমান।
‘রইস’খ্যাত শাহরুখ বরাবরই প্রযুক্তিপ্রেমী। প্রায়ই তিনি তাঁর নতুন নতুন তথ্য সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ইমতিয়াজ আলির পরবর্তী চলচ্চিত্র ‘দ্য রিং’ নিয়ে। এ চলচ্চিত্রে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। জুটি বেঁধে শাহরুখ-আনুশকার এটি তৃতীয় ছবি। ২০০৮ সালে প্রথম চলচ্চিত্র ‘রব নে বানাদি জোড়ি’ দিয়ে আনুশকার বলিউড অভিষেক হয়। ২০১২ ‘যাব তাক হ্যায় জান’ দিয়ে আবারও পর্দায় আসে এই জুটি। ‘দ্য রিং’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শাহরুখপত্নী গৌরী খান। চলচ্চিত্রটি মুক্তি পাবে এ বছরের ১১ আগস্ট।