বিনা টিকিটে জলের গানের অন্তরঙ্গ আসর

সম্প্রতি জনপ্রিয় ব্যান্ড দল জলের গান ‘বেস্ট ব্যান্ড পপুলার চয়েস’ ক্যাটাগরিতে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৫’ পেয়েছে। তাদের এই পুরস্কার শুধুমাত্র শ্রোতাদের জন্য পাওয়া বলে মনে করেন ব্যান্ডটির অন্যতম সদস্য রাহুল আনন্দ।
শ্রোতাদের প্রতি ভালোবাসা জানাতে আগামী ২২ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে জলের গান ‘অন্তরঙ্গ আসর’ নামে একটি অন্য রকম গানের আসরের আয়োজন করেছে।
মজার তথ্য হল এই আসরে প্রবেশ করার জন্য কোন টিকিট লাগবে না। তবে শর্ত একটা, যারা আসবেন তাদেরকে জলের গান প্রকাশিত গানের খাতাটি সঙ্গে করে নিয়ে আসতে হবে।
‘অন্তরঙ্গ আসর’ নামে অনুষ্ঠানটি কেন করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাহুল আনন্দ এনটিভি অনলাইনকে বলেন, ‘শ্রোতারা একমাত্র আমাদের আপনজন। কিছুদিন আগে আমরা একটা পুরস্কার পেয়েছি। সেই আনন্দ শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন। আমরা বিনা টিকিটে অনুষ্ঠানটি করছি’।
রাহুল আরও জানান, ‘এছাড়া আরও অনেক কারণ আছে। আমাদের ব্যান্ডের অন্যতম সদস্য জানার্ল পাঁচ মাসের জন্য দেশের বাইরে যাচ্ছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আমরা সাময়িক বিদায় সংবর্ধনা দিব। যেহেতু শুধু কাছের মানুষদের নিয়ে আমাদের এই আসর। তাই আমরা এই আসরের নাম দিয়েছি “অন্তরঙ্গ আসর”। আর যারা আমাদের ভালোবাসেন তাদের কাছে নিশ্চয়ই আমাদের গানের খাতাটি রয়েছে’।