কেন তবলা বাজানো শিখছেন সোনম?
কম খরচে স্যানিটারি প্যাড বিতরণের জন্য ভারতে বিখ্যাত হয়েছিলেন অরুণাচলম মুরুগানাথাম। তাঁকে নিয়ে ‘প্যাডম্যান’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করছেন অক্ষয় কুমার। ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করছেন। অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন রাধিকা আপ্তে। ছবিতে অভিনয় করছেন সোনম কাপুর। আর এ জন্য তবলা বাজানোও শিখছেন তিনি।
ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা গেল, তবলার শিক্ষক মুক্তা মদন রাস্তের কাছেই তালিম নিচ্ছেন সোনম। এ বিষয়ে মুক্তা বলেন, ‘সোনম আমার কাছে অনেক দিন ধরেই তবলা শিখছে।’ সোনমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘প্যাডম্যান’ চলচ্চিত্রে তবলাবাদকের ভূমিকায় অভিনয় করছেন সোনম কাপুর। তিনি এই বাদ্যযন্ত্রের অতি সূক্ষ্ম তারতম্যও শিখতে চান। এমনকি যখন তিনি ঘুরতে বের হন, তখন বাদ্যযন্ত্রের একটি বই তাঁর হাতে থাকে, যাতে তিনি নিজে থেকেই অনুশীলন করতে পারেন। চলচ্চিত্রটিতে মুক্তার একটি চরিত্র রয়েছে। এখানে তিনি সারঙ্গিবাদকের ভূমিকায় থাকবেন। এটা অবশ্যই বিশ্বাসযোগ্য যে তিনি একটা বাদ্যযন্ত্র বাজানো শিখছেন এবং তা চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনেই শিখছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বাদ্যযন্ত্র বাজানো শিখতে এক বছরের বেশি সময় লাগে।’
বর্তমানে সোনম কাপুরের হাতে রয়েছে একটি চলচ্চিত্র, শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দ্য ওয়েডিং’। এর কাজ শেষ করেই ‘প্যাডম্যান’-এর কাজ শুরু করবেন সোনম।
‘প্যাডম্যান’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অক্ষয়ের স্ত্রী টুইংকেল খান্না। আর পরিচালনায় রয়েছেন আর বালকি। ছবিটি চলতি বছরের শেষ নাগাদ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।