অপ্রকাশিত সাক্ষাৎকার
শহর ছেড়ে কীভাবে থাকব : লাকী আখন্দ

দেশের জনপ্রিয় সুরকার, শিল্পী ও সংগীত পরিচালক লাকী আখন্দ। দীর্ঘদিন ক্যানসারে ভুগে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা গেছেন। অসুস্থতাবস্থায় দেশ ও দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লাকী আখন্দ। গত ২২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছিলেন লাকী আখন্দ।
এনটিভি অনলাইন : কেমন আছেন আপনি?
লাকী আখন্দ : শরীর ভালো নেই। চিকিৎসকরা বলেছেন কেমো দেয়া শেষ হলে পাহাড়ে গিয়ে থাকতে। এই কথা শুনে প্রথমে ভেবেছি শহর ছেড়ে কীভাবে থাকব? কিন্তু এখন ভাবছি পাহাড়ে থাকতে হবে। সুস্থ হওয়ার পর দার্জিলিং যাওয়ার কথা ভাবছি।
এনটিভি অনলাইন : আপনার অসুস্থতার খবর শুনে দেশ ও দেশের বাইরে অনেক সংগীতশিল্পী কনসার্ট করেছেন। কেমন লেগেছে আপনার?
লাকী আখন্দ : আমি আনন্দিত। আমাকে তাঁরা ভালোবাসেন বলে আমার চিকিৎসার সহায়তার জন্য কনসার্ট করে টাকা তুলেছেন। আমি সেই টাকাও পেয়েছি। খবরের কাগজগুলোতে আমাকে নিয়ে কনসার্ট হচ্ছে সেই সংবাদগুলো আমি পড়েছি। ছবিও দেখেছি। সবথেকে ভালো লাগার ব্যাপার হলো, কিছু শ্রোতা গান শুনে আনন্দ করতে পেরেছে। এখন তো সবাই ব্যস্ত সময় পার করে। তবু টিকিট কেটে গান শুনেছে এটাই তো বড় ব্যাপার।
এনটিভি অনলাইন : আপনার বহু গান জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মধ্যে একটি গান হলো ‘আগে যদি জানতাম’। এই গানটি কাকে ভেবে লিখেছিলেন?
লাকী আখন্দ : আমার ভালোবাসার মানুষটির কথা ভেবে গানটি লিখেছিলাম। সম্ভবত কোনো এক রাতে হঠাৎ করে গানটি লিখি। গানটি লেখার পরেই সুর করেছিলাম। সুর আর পরিবর্তন করিনি।
এনটিভি অনলাইন : আপনার ভালোবাসার মানুষটি কে ছিলেন, সেটা কি বলা যাবে?
লাকী আখন্দ : (একটু ভেবে) অভিনেত্রী ও সংগীতশিল্পী শম্পা রেজা।
এনটিভি অনলাইন : গানটি শোনার পর শম্পা রেজা কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছিলেন?
লাকী আখন্দ : শম্পা জানত গানটি আমি ওকে নিয়ে লিখেছি। কিন্তু গানটা শোনার পর ওর অনুভূতি কেমন ছিল এটা কখনো জিজ্ঞাসা করা হয়নি।
এনটিভি অনলাইন : শুনেছি হাসপাতালে গিটার বাজিয়ে এই গানটিই আপনি বেশি গেয়েছেন?
লাকী আখন্দ : কথা সত্য। এটা আমার অনেক প্রিয় একটা গান।
এনটিভি অনলাইন : আপনার ‘মামনিয়া’ গানটি ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে দারুণ জনপ্রিয় হয়েছে। গানটির স্বত্ব কার?
লাকী আখন্দ : ফেরদৌস ওয়াহিদ আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমরা একসঙ্গে গানটি গাইতে ভালোবাসতাম। তবে মামনিয়া গানের স্বত্ব আমার।
এনটিভি অনলাইন : আপনার ছোট ভাই হ্যাপী আখন্দ সম্পর্কে কিছু বলুন।
লাকী আখন্দ : হ্যাপী আমার জীবনের সবকিছু ছিল। আমার জীবনের সব মজার ও আনন্দের। স্মৃতি ওর সঙ্গেই। হ্যাপী আমার বেস্ট ফ্রেন্ড ছিল।
এনটিভি অনলাইন : ১৯৮৪ সালে সারগামের ব্যানারে আপনার প্রথম একক অ্যালবাম ‘লাকী আখন্দ’ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আপনার অনেক গানের অ্যালবামে লাকী আখন্দ নামের বানান ‘লাকী আখান্দ’ লেখা হয়েছে। আসলে আপনার নামের বানান কোনটা সঠিক?
লাকী আখন্দ : লাকী আখন্দ সঠিক। আমিও দেখেছি অনেক অ্যালবাম ও খবরের কাগজে আমার নামের বানানে আখান্দ লেখা হয়। অনেকবার আমি বলেছিও এটা ভুল হচ্ছে। কিন্তু এক কথা কতবার বলা যায়? একজন শিল্পীর নামের বানান ভুল করা দুঃখজনক।