জাস্টিন বিবারের সঙ্গে গাইবেন না সোনাক্ষী

জাস্টিন বিবার আসছেন মুম্বাইয়ে। উদ্দেশ্য, সুর ও তালে মাতাবেন মুম্বাই শহরকে। তাঁর সঙ্গে গান গাওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। তবে তাঁদের একসঙ্গে গান গাওয়ার বিষয়টি সোজাভাবে নেননি ভারতীয় অনেক সংগীতশিল্পী। অভিনয়শিল্পী হয়ে আন্তর্জাতিক একজন সংগীতশিল্পীর সঙ্গে সোনাক্ষীর গান গাওয়া নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন বলিউডের প্লেব্যাক সিঙ্গাররা। তবে বিতর্কের ডালপালা বেশি বাড়তে দেননি সোনাক্ষী। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে সোনাক্ষী জানিয়েছেন, জাস্টিন বিবারের সঙ্গে গাইছেন না তিনি।
এনডিটিভির এক খবরে জানা যায়, নানা আলোচনার পর জাস্টিন বিবারের সঙ্গে তিনি এক মঞ্চে গাইছেন না। সোনাক্ষী তাই সবাইকে এ ব্যাপারে ঠান্ডা থাকতে বলেন। নিজের টুইটার অ্যাকাউন্টে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, ‘প্রথমত, আমি বিবারের কনসার্টে গাইছি না। এই বিষয়টা আসলে বিভিন্ন পত্রিকা ও পোর্টাল দ্বারা ছড়ানো হয়েছে। যদিও আমি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে এটা ঘটছে না। দ্বিতীয়ত, আমি একজন অভিনেত্রী যে সংগীত পছন্দ করি। নিজের নৈপুণ্য দেখাতে, গাইতে ভালোবাসি এবং যদি কারো এতে কোনো সমস্যা থাকে, সেটা যদি স্বয়ং জাস্টিন বিবারও হয়, তবে তাঁরা যেন নিজেদের ভালোবাসে। ব্যস, এতটুকুই।’
গুঞ্জন ছিল, জাস্টিন বিবারের মে মাসে হতে যাওয়া ‘পারপাস ট্যুর টু মুম্বাই’ কনসার্টের শুরু হবে সোনাক্ষী সিনহাকে দিয়ে। কিন্তু ভারতের সংগীতশিল্পীদের তোপের মুখে পড়ে সিদ্ধান্তটি। একজন অভিনয়শিল্পীকে বিবারের মতো একজন আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে মঞ্চে ডাকাকে কেন্দ্র করে বিভিন্ন আপত্তি আসতে থাকে।
সংবাদ সংস্থা আইএএনএসকে সংগীতশিল্পী কৈলাস খের বলেন, ‘আমি কোথাও পড়েছি যে কানাডিয়ান শিল্পী জাস্টিন বিবার ভারতে আসছেন এবং সোনাক্ষীও সেখানে গাইবেন। সংবাদটি আকর্ষণীয়, কিন্তু এটি মিথ্যা। আন্তর্জাতিকভাবে এটি ভালো বার্তা দেয় না। তাঁরা (আন্তর্জাতিক শিল্পীরা) মনে করছেন, সোনাক্ষী ভারতের একজন বড় মাপের শিল্পী। তাই তিনি কানাডা থেকে কনসার্টের প্রস্তাব পেয়েছেন এবং হয়তো সোনাক্ষী তখন হেসে বলেছেন, আমি তো সংগীতশিল্পী নই, আমি একজন অভিনয়শিল্পী।’
কৈলাস খেরের মতো একই মনোভাব প্রকাশ করেছেন ভারতের অন্য শিল্পীরাও। আরমান মালিক নিজের টুইট অ্যাকাউন্টে বলেন, ‘আমি কৈলাস খের স্যারের সঙ্গে একমত। অভিনয়শিল্পীরা অভিনয়শিল্পীই হয় এবং সংগীতশিল্পীরা সংগীতশিল্পীই। মঞ্চ এবং মাইকটা আমাদের ওপর ছেড়ে দেওয়া উচিত। এটা আমাদের খেলার জায়গা, তোমার নয়।’
সোনাক্ষী ফিরতি টুইটে জানান, দুই ভাই অমল ও আরমানের উৎসাহে তিনি গান গেয়েছিলেন। কিছুদিন আগেই সোনাক্ষী সিনহার নতুন চলচ্চিত্র ‘নূর’ মুক্তি পেয়েছে। তাই ১০ মে মুম্বাইয়ে জাস্টিন বিবারের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার বিতর্কটি বেশিদূর বাড়তে দিলেন না সোনাক্ষী।