ভালো গল্প পেলে চলচ্চিত্রে অভিনয় করব : নাদিয়া
বাংলাদেশের শোবিজ অঙ্গনে নাদিয়া একটি জনপ্রিয় নাম। একাধারে তিনি মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। এ জগতে তিনি পা রেখেছিলেন নতুন কুঁড়ির মাধ্যমে। শুরুটা করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। তার পর ধীরে ধীরে নিজ গুণে হয়ে ওঠেন অভিনেত্রী।
নাদিয়া এখন ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এমনি এক ঈদের নাটকের শুটিংয়ের ফাঁকে নাদিয়া কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
মডেল, অভিনেত্রী নাকি নৃত্যশিল্পী—কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
নাদিয়া : একসময় আমি বলতাম, আমি নৃত্যশিল্পী। যেহেতু এখন আমি অভিনয় বেশি করছি, তাই বলব আমি অভিনেত্রী। অভিনয় আমার আলাদা একটি জগৎ হয়ে গেছে। আর মডেলিং তো খুব একটা করা হয় না। মাঝেমধ্যে করি ভালো লাগার জায়গা থেকে। তবে সব মিলিয়ে যদি বলি তাহলে বলব, এই তিন পরিচয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তিনটিই শিল্প। আর আমি শিল্পচর্চা করতে ভালোবাসি।
একসঙ্গে তিনটি সত্তাকে ধারণ করছেন, বেগ পেতে হয় না?
নাদিয়া : বেগ পাওয়ার কিছু নেই। অনেকেই তো করছেন। আমার ক্ষেত্রে নাচ জানার কারণে সহজ হয়েছে অভিনয়কে আয়ত্তে আনতে। কারণ, নাচ অভিনয়ের একটি অংশ। আমি যখন ডান্স-ড্রামা করি, তখন অভিনয়কে নাচের মাধ্যমে ফুটিয়ে তুলি। তাই আমার কাছে অনেকাংশে সহজ এই বিষয়টা।
সে ক্ষেত্রে আপনাকে বহুমুখী প্রতিভাধর বলা যায়?
নাদিয়া : বলা যাবে কি না জানি না। শুধু আমি না। এ রকম অনেকে আছেন। আমি শুধু চেষ্টা করে যাই। তবে আমি ভাগ্যবান বলব নিজেকে, কারণ আমি যে কাজ করতে ভালোবাসি, সেই কাজ আমার পেশা। শিল্পচর্চা ভালো লাগে আমার।
নাচের জনপ্রিয় ‘নাদিয়া-লিখন’ জুটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
নাদিয়া : অবশ্যই আমাদের জুটিকে পজিটিভ মূল্যায়ন করতে চাই। লিখনের সঙ্গে আমার ১৭ বছরের জুটি। আমরা ২০০০ সাল থেকে কাজ আরম্ভ করেছি। আমাদের ভেতর বন্ডিংটা ভালো। সেইসঙ্গে খুব সহযোগিতা পাই। দেখা গেল কোনো প্রোগ্রামের আগে লিখন ছেলেমেয়েদের নিয়ে রিহার্সেল করে সব কাজ এগিয়ে রাখছে। আমি দুদিন আগে গিয়ে রিহার্সেল করি। আসলে একসঙ্গে অনেক দিন কাজ করলে বোঝাপড়াটা তৈরি হয়।
কখনো কি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়?
নাদিয়া : ভুল বোঝাবুঝি বলব না। বন্ধুদের মধ্যে যেমন রাগ-অভিমান হয়, ঠিক তেমনি। মাঝেমধ্যে মতের অমিল দেখা যায়। যদিও এসব বড় কিছু না। পরক্ষণে সব ঠিক হয়ে যায়।
কাজের ব্যস্ততা সম্পর্কে বলুন।
নাদিয়া : ঈদের কাজ করছি। সামনের মাসের মাঝামাঝি পর্যন্ত যেসব নাটকের কাজ আছে, সেগুলো করে রাখছি। এ ছাড়া নাচের অনুষ্ঠান করছি। এই তো।
আপনাকে চলিচ্চিত্রে দেখা যায়নি। কখনো কি আগ্রহ হয়নি চলচ্চিত্রে অভিনয় করার?
নাদিয়া : বিভিন্ন সময়ে আমি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছি। কিন্তু ওভাবে কখনো আগ্রহ জন্মায়নি। এমন কিছু সিনেমায় প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোর নাম বললে অনেকে অবাক হবেন। বলবেন, কেন তুমি এমন ছবি করোনি? তবে এখন যেহেতু অভিনয় সিরিয়াসলি করছি, সেহেতু যদি অভিনয় করার সুযোগ আছে, এমন কোনো ভালো গল্প পেলে চলচ্চিত্রে অভিনয় করব। ওভাবে বলতে চাই না যে না, কখনো চলচ্চিত্রে অভিনয় করব না।