অডিশনের দিন অনেক কান্না করেছিলাম : সুমি

চলতি বছর নারী দিবসে জুঁই প্রচারিত বিজ্ঞাপনের আলোচিত একটি সংলাপ ছিল, ‘আরো ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়।’ সংলাপটি দিয়েছেন মডেল শাহনাজ সুমি। আশুতোষ সুজন পরিচালিত বিজ্ঞাপনটির মডেল হয়ে সবার কাছে পরিচিতি পান তিনি। ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রিতে সেরা ১০-এ ছিলেন সুমি। বর্তমানে নাটকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি কাজের খবর ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সুমি।
এনটিভি অনলাইন : আপনি তো বাফাতে নাচ শিখেছেন। এখন অভিনয় করছেন। আসলে আপনি কী হতে চান?
শাহনাজ সুমি : আমি সব সময় নিজের প্রতিভাকে প্রমাণ করাতে চাই। ২০১২ সাল থেকে বাফাতে আমি নাচ শিখছি। সত্যি কথা বলতে, নাচ ও অভিনয় দুটোই করতে চাই। আমি এখন ভালো কাজের সুযোগের অপেক্ষায় আছি।
এনটিভি অনলাইন : শুনেছি নাচের প্রতিযোগিতা শেষ না হতেই আপনি নাটকে অভিনয় শুরু করেছিলেন?
শাহনাজ সুমি : হ্যাঁ, সত্যি। চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রিতে সেরা ১০-এ থাকার সময় সালাউদ্দিন লাভলু স্যার আমাকে নাটকে অভিনয় করার প্রস্তাব দেন। তিনি আমার নাচ দেখেই মূলত পছন্দ করেছিলেন। আমিও রাজি হয়ে যাই।
এনটিভি অনলাইন : অভিনয় তো শেখা হয়নি। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা কেমন ছিল?
শাহনাজ সুমি : ভয়াবহ। নাটক ও অভিনয়ের আমি কিছুই বুঝতাম না। টানা তিন দিন অভিনয়ের রিহার্সেল করেও আমি কিছুই করতে পারিনি। আমাকে তখন সালাউদ্দিন লাভলু স্যার বলেছিলেন, ‘তুমি যদি অভিনয় করতে না পারো, তাহলে এই নাটক তোমাকে দিয়ে হবে না। কারণ, এখানে তোমার চরিত্রটাই প্রধান।’ স্যার এই কথা বলার পরদিন কীভাবে যেন আমি ক্যামেরার সামনে অভিনয় যথাযথ ফুটিয়ে তুলতে পারি। নাটকটার নাম ‘সোনার পাখি, রুপার পাখি’। এখানে আমার চরিত্রের নাম ‘বিজলী’। নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। সালাউদ্দিন লাভলুকে আমি গুরুজি ডাকি। তাঁর জন্যই অভিনয় করতে পারছি।
এনটিভি অনলাইন : নারী দিবসের বিজ্ঞাপনটির প্রস্তাব কীভাবে পেয়েছেন?
শাহনাজ সুমি : আমার অভিনয় দেখে মৃত্তিকা গুণ আমাকে পছন্দ করেছিলেন। তিনি বিজ্ঞাপনটির অডিশনের জন্য আমাকে ডাকেন। অডিশনের দিন পরিচালক আশুতোষ সুজনসহ সবাই উপস্থিত ছিলেন। অডিশনের দিন অনেক কান্না করেছিলাম। আমি আসলে স্ক্রিপ্টটা পরে কান্না ধরে রাখতে পারিনি। কান্না করার জন্যই মূলত আমি বিজ্ঞাপনের মডেলের জন্য নির্বাচিত হয়েছিলাম। এমনকি শুটিংয়ের দিনও সত্যিই কেঁদেছি আমি।
এনটিভি অনলাইন : বিজ্ঞাপনটি অনলাইনে প্রচারের পর আপনার নিজের কেমন লেগেছিল?
শাহনাজ সুমি : ভালো তো অবশ্যই। হাউজওয়াইফদের কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি আমি। ফেসবুকে তাঁদের কমেন্ট অনেক বেশি ছিল।
এনটিভি অনলাইন : নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে?
শাহনাজ সুমি : নারীদের নিয়ে অবশ্যই কাজ করতে চাই; কিন্তু আমি চাই না আমার কাজ করতে হোক। স্বপ্ন দেখি, নারীদের নিয়ে কাজ শুরু করার আগেই তাঁদের সব সমস্যা ও অবস্থানের পরিবর্তন হবে।
এনটিভি অনলাইন : পড়াশোনার কী খবর?
শাহনাজ সুমি : এবার আমি এসএসসি পরীক্ষায় পাস করেছি। আমার রেজাল্ট ছিল জিপিএ ফাইভ।
এনটিভি অনলাইন : ভবিষ্যতে নিজেকে কোন অবস্থানে দেখতে চান?
শাহনাজ সুমি : ইঞ্জিনিয়ার হতে চাই। আমার অভিনয়ের আইডল বিপাশা হায়াত, অপি করিম, আবুল হায়াত ও সালাউদ্দিন লাভলু স্যার। তাঁদের অনুসরণ করে সামনে এগিয়ে যেতে চাই।