তারকার চারবেলা
আমি রোমান্টিক ছবির দর্শক : অপু বিশ্বাস

বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির শুটিং করে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আজ আমরা জানব, জনপ্রিয় ব্যস্ত এই অভিনেত্রীর ছুটির দিন কীভাবে কাটে।
অপু বিশ্বাসের সকাল
আমার যখন শুটিং থাকে না তখনো আমি সকালে ঘুম থেকে উঠি। সকাল ৮টায় ঘুম ভাঙে আমার। তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করি। নাস্তায় টোস্ট খেতে আমার বেশি ভালোলাগে। যেহেতু ডায়েট করি তাই খাবারের ব্যাপারে আমি খুব সচেতন। নাস্তা করা শেষ হলে জিমে যাওয়া হয়। ১২টা পযর্ন্ত জিমে থাকি। তারপর বাসায় ফিরে গোসল করে একটু বিশ্রাম নেই।
অপু বিশ্বাসের দুপুর
দুপুরে আমি দেশ-বিদেশের ছবি দেখতে পছন্দ করি। তবে পুরনো কোনো ছবি দেখি না। নতুন ছবি দেখতে পছন্দ করি। অনেকে হরর-অ্যাকশন ছবি দেখতে বেশি পছন্দ করে। আমি এর পুরোপুরি বিপরীত। আমি সবসময় রোমান্টিক ছবির দর্শক। বৃষ্টি হলে মা দুপুরে খিচুড়ি রান্না করে। মায়ের রান্না খিচুড়ি খেতে খুব ভালো লাগে ।
অপু বিশ্বাসের বিকেল
শুটিং না থাকলে আমার অনেক সময় মিটিং থাকে, সেটা করি। আমি প্রচুর শপিং করি। বিকেল বেলা শপিংয়ের জন্য বের হই। রাত অবধি শপিং করি। শপিং করার সময় যে জিনিসটা দেখে মজা পাই, সেটা হলো আমি বোরকা পরা থাকলেও সবাই আমাকে কীভাবে যেন চিনে যায়। চেনার একটা সুবিধাও আছে। অন্য গ্রাহকের থেকে আমার অগ্রাধিকারটা একটু বেশি থাকে। তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। সবাই আমাকে সম্মান করে এ জন্য আমার গর্ব হয়। এই সম্মানটা আমি অর্জন করেছি। আর যেদিন শপিং কম করি, সেদিন বাসায় বিকেলের নাস্তা আমি তৈরি করি। বার্গার বানাতে অনেক ভালো লাগে। ঝটপট বানিয়ে খেয়ে নেই।
অপু বিশ্বাসের রাত
রাতে পরিবারের সবার সঙ্গে গল্প করে সময় কাটাই। অথবা টিভি দেখি। তবে বেশি যে কাজটা করি তা হলো আমার মেজো বোনের মেয়ের সঙ্গে ইন্টারনেটে গল্প করি। আমার বোন ভারতে থাকে। দিদির মেয়ে লাজুক আমার অনেক ভালো বন্ধু। লাজুককে আমি ডাকি মুটু আর ও আমাকে ডাকে পাতলা পাঁপর। আমি ওকে জিজ্ঞাসা করি লাজুক, আমি তোর মাসি আর তুই আমাকে পাতলা পাঁপর ডাকিস? তখনও লাজুক উত্তর দেয়, তাহলে তুমি আমাকে মুটু ডাক কেন?
আমার পরিবারই আমার কাছে স্বর্গ। তারা আমার বেঁচে থাকার অক্সিজেন।