অভিনয়ের ফাঁকে পরিচালনা করতে চাই : নিলয়

অভিনেতা নিলয় আলমগীর প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘উড়াল পাখি’ নামের ছবিতে অভিনয় করেছেন শাহনাজ সুমি ও শাহরিয়ার শাহেদ।
পরিচালক হিসেবে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন নিলয়।
এনটিভি অনলাইন : হঠাৎ পরিচালনায় আসার পেছনে কোনো কারণ আছে কী?
নিলয় আলমগীর : খুব পরিকল্পনা করে পরিচালনায় আসিনি। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করার, কিন্তু সাহস পাচ্ছিলাম না। একদিন সালাউদ্দীন লাভলু ভাইয়ের সঙ্গে এ বিষয়ে আলাপ করলাম। তাঁকে গল্প ও চিত্রনাট্যটা পড়ে শোনালাম। তিনি ছবিটা বানাতে বললেন। সাহস দিলেন। মূলত লাভলু ভাইয়ের উৎসাহে পরিচালনায় এসেছি আমি।
এনটিভি অনলাইন : শুটিং কোথায় করেছেন?
নিলয় আলমগীর : কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে করেছি। লাভলু ভাইয়ের এলাকা কুষ্টিয়া। তিনি অনেক সহযোগিতা করেছেন। ছবিটার ব্যাপ্তি হবে ১২ মিনিট। এখনো একদিন শুটিং বাকি আছে। ছবিতে অভিনয় করেছেন সুমি ও শাহেদ। আমরা একসাথে লাভলু ভাইয়ের পরিচালনায় ‘সোনার পাখি রুপার পাখি’ নাটকে অভিনয় করছি। ওদের নিয়ে কাজ করে ভালো লেগেছে আমার।
আপনি কি নিয়মিত পরিচালনা করতে চান?
নিলয় আলমগীর : অভিনয়ের ফাঁকে পরিচালনা করতে চাই । তবে আগে অভিনয়, পরে অন্যকিছু। নিজের পরিচালনায় যা বানাবো সব নিজের ইউটিউব চ্যানেলে তুলব। আপতত এ ধরণের পরিকল্পনা করেছি। এখন সময়ে বলে দেবে কতটুকু ভালো কাজ করতে পারব। পরিচালনার কাজও মন্দ লাগেনি।