‘সুজানাস ক্লোজেট নিয়ে আমার স্বপ্ন অনেক’

নিজ নামে ফ্যাশন ব্র্যান্ড চালু করলেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে ‘সুজানা’স ক্লোজেট’ নামের ব্র্যান্ডটির উদ্বোধন হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, অপু বিশ্বাস, উপস্থাপক শারমীন লাকী, মডেল রিসিলা প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ব্র্যান্ড চালুর বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন সুজানা। জানান প্রতিষ্ঠানটি নিয়ে তাঁর আশার কথা।
এনটিভি অনলাইন : ‘সুজানা’স ক্লোজেট’ সম্পর্কে জানতে চাই।
সুজানা জাফর : আমার নামে ফ্যাশন ব্র্যান্ড চালু করলাম। এখানে মেয়েদের সালোয়ার কামিজ, শাড়িসহ অনেক পোশাক পাওয়া যাবে। কিছু পোশাকের ডিজাইন আমি নিজেই করেছি। আর বাকিগুলো পাকিস্তান ও ভারত থেকে এনেছি। ‘সুজানাস ক্লোজেট’ নিয়ে আমার স্বপ্ন অনেক।
এনটিভি অনলাইন : ব্যবসা করার ইচ্ছে কবে থেকে হলো?
সুজানা জাফর : সত্যি বলতে, এটা আমার বহু দিনের ইচ্ছা ছিল। তিন বছর আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। খুব ভালো লাগছে। বলতে পারেন, আমি একজন শৌখিন ফ্যাশন ডিজাইনারও। আমি আমার নিজের পোশাকও ডিজাইন করি।
এনটিভি অনলাইন : মডেলিং ও অভিনয়ের কী খবর?
সুজানা জাফর : এখন ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। ঈদের জন্য এখন পর্যন্ত একটি মাত্র নাটকে অভিনয় করেছি। রমজানে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এবার ঈদের বিশেষ নাটক হয়তো আর করা হবে না।
এনটিভি অনলাইন : এখন কি ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকবেন?
সুজানা জাফর : বিষয়টা সে রকম নয়। আমি এমনিতেই কাজ কম করি। বেছে বেছে ভালো কাজ করার অভ্যাস আমার। নিজের কাজের ফাঁকে অভিনয় ও মডেলিং করব। আশা করি, সময় ঠিক বের করে নেওয়া যাবে।