ফিরছেন কারিনা, চলছে প্রস্তুতি
বলিউডের নায়িকাদের মধ্যে ছিপছিপে গড়ন ধরে রাখার প্রতিযোগিতায় একটু এগিয়ে ছিলেন কারিনা কাপুর। মেদের লাগাম টেনে ধরে নামিয়ে নিয়ে এসেছিলেন শূন্যের কোঠায়। হয়েছিলেন জিরো ফিগার অভিনেত্রী। তবে মা হতে গিয়ে মেদের লাগাম কিছুটা আলগা করে দিয়েছিলেন ‘হিরোইন’খ্যাত এই অভিনেত্রী। এনডিটিভির খবরে জানা যায়, সে লাগাম আবার টেনে ধরছেন কারিনা। জিমে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন এই অভিনেত্রী। আর এই কসরতে পাশে পেয়েছেন তাঁর সেরা বান্ধবী অমৃতা আরোরাকে।
‘ভিরে ডি ওয়েডিং’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। তাই মা হতে গিয়ে শরীরে জমে যাওয়া বাড়তি মেদ ঝেড়ে ফেলতে ব্যায়ামাগারে কঠোর অনুশীলন করছেন ‘ওমকারা’খ্যাত কারিনা কাপুর। ছায়াসঙ্গীর মতো তাঁর পাশে থাকছেন সেরা বান্ধবী অমৃতা আরোরা। ইনস্টাগ্রামে নিজেদের ব্যায়ামের ছবি ও ভিডিও শেয়ার করেছেন অমৃতা।
ছবিতে কারিনাকে দেখা গেছে ফুলহাতা সাদা টি-শার্ট, কালো রঙের ট্র্যাক প্যান্ট ও হালকা নীল রঙের স্নিকার জুতা পরিহিত অবস্থায়। অন্যদিকে অমৃতার পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও একই রঙের শর্ট টাইটস। এ ছাড়া কোমরে একটি চেক শার্টও বাঁধা ছিল অমৃতার। কারিনার মতো তিনিও স্নিকার জুতা পরেছিলেন। তবে তাঁর স্নিকারের রং ছিল গোলাপি।
জগিং থেকে কেটেবেল স্কোয়াটস (বিশেষ ধরনের বল নিয়ে ব্যায়াম) সবকিছুরই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অমৃতা। ছবিটির ক্যাপশনে অমৃতা লিখেছেন, ‘সেরা বান্ধবী তাঁরাই, যাঁরা একসঙ্গে ব্যায়াম করে। হুম, একসঙ্গে দুজনেই শরীরের বাড়তি মেদ ঝেড়ে ফেলে।’ দুই বান্ধবী একসঙ্গে অভিনয় করেছিলেন ‘কামবখত ইশক’ ও ‘গোলমাল রিটার্নস’ ছবিতে।
২০১২ সালে পাতৌদি নবাব সাইফ আলি খানের ঘরণী হন কারিনা কাপুর। গত বছর ২০ ডিসেম্বরে তাঁদের ঘর আলো করে জন্মগ্রহণ করে পুত্রসন্তান তৈমুর আলি খান। কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল অভিষেক চৌবে অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রে। কারিনা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর, আলিয়া ভাট ও দিলজিৎ দোসাঞ্জ।