কারিনার পারিশ্রমিক ছয় কোটি রুপি!
কারিনা কাপুর খান বলিউডে অন্যমত আবেদনময়ী জনপ্রিয় নায়িকা। বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের কাছে তাঁর জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী। অভিনয় করেছেন বেশকিছু ব্যবসাসফল জনপ্রিয় চলচ্চিত্রে। এদিকে জনপ্রিয় এই নায়িকা মাতৃত্বকালীন সময়ে বেশ কিছুদিন শুটিং করতে পারেননি। দূরে থেকেছেন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে।
দীর্ঘদিন বিরতির পর আবার শুটিংয়ে ফিরছেন কারিনা। তবে সাদামাটা নয়, বেশ বড়সড় চমক নিয়ে ফিরছেন। কী সেই চমক। ফিল্মফেয়ার জানিয়েছে, কারিনা কাপুরকে ‘ভীরে দ্যি ওয়েডিং’ ছবিটিতে ছয় কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হচ্ছে! এই বিশাল পারিশ্রমিকের বিষয়ে এখনো মুখ খোলেননি কারিনা।
নারীকেন্দ্রিক কমেডি ঘরানার এই ছবিতে কারিনার সঙ্গে সোনম কাপুর ও স্বরা ভাস্করকে দেখা যাবে। এখন দেখার বিষয় কারিনা কাপুর আদৌ ছয় কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন কি না! আর অপেক্ষা করতে হবে তাঁর বক্তব্যের জন্য।