‘ভাই’দের ছবিতে কারিনার আইটেম নাচ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/05/photo-1436092358.jpg)
নবাব বাড়ির পুত্রবধূর কি আর নাচাগানা সাজে! কারিনার ভক্তরা হয়তো এমনটাই ধরে নিয়েছিলেন। নেওয়ারই কথা। সেই ‘ফেভিকল সে’র পর তো আর সেভাবে মশলাদার কোনো আইটেম গানে দেখা মিলেনি কারিনা কাপুর খানের। পিংকভিলা থেকে সুখবর ভক্তদের জন্য। ‘ব্রাদার্স’ ছবিতে একটি আইটেম গানে ফিরেছেন আইটেমের কারিনা।
এই গানের টিজার দর্শক দেখতে পাবেন আগামীকালই, ৬ জুলাই। তার আগে প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক। দেখে আর যাই হোক, বোঝাই যায় স্বরূপে আবারও ফিরছেন কারিনা। আইটেম গানের যুতসই রুপালি পোশাকে দেখা যাচ্ছে কারিনাকে, গানের নাম ‘মেরা নাম মেরি’।
গানের কোরিওগ্রাফি করেছেন নামজাদা কোরিওগ্রাফার গণেশ আচার্য্য। ‘মেরি’কে নিয়ে দারুণ আশাবাদী গণেশ। তাঁর চ্যালেঞ্জ, এ বছরের ‘চিকনি চামেলি’ হতে যাচ্ছে ‘মেরা নাম মেরি’! ফার্স্ট লুকেও মনে হচ্ছে, ফাঁকা বুলি ঝাড়েননি বটে গণেশ!
ব্রাদার্স ছবিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা। এ ছবিতে আরো রয়েছেন জ্যাকি শ্রফ এবং জ্যাকলিন ফার্নান্দেজ। করণ মালহোত্রা পরিচালিত এই ছবির জন্য বহুদিনের অপেক্ষা চলছে বি টাউনে। আসছে আগস্ট মাসের ১৪ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।