প্রকৃতি ও নারীকে আমরা বাঁচাতে চাই : তৌকীর

তৌকীর আহমেদের নতুন ছবি ‘হালদা’। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ছবিটি প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন পরিচালক তৌকীর আহমেদ।
এনটিভি অনলাইন : ‘হালদা’ তো একটি নদীর নাম। আপনার ছবির কাহিনী কি নদীটিকে ঘিরে তৈরি হয়েছে?
তৌকীর আহমেদ : আজাদ বুলবুলের গল্প থেকে ছবির চিত্রনাট্য করেছি আমি। ছবিতে ‘হালদা’ নদীর যেমন গল্প আছে, তেমনি একজন নারীর জীবনের সংগ্রামও এখানে দেখা যাবে। ছবিতে প্রধান নারী চরিত্রের সঙ্গে নদীর তুলনা করা হয়েছে। ছবিতে তিশার চরিত্রের নাম হাসু। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছে তিশা।
এনটিভি অনলাইন : নারীর সঙ্গে নদীর তুলনা। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি?
তৌকীর আহমেদ : নদী এবং নারী আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু তাদের ওপরেই আমরা অত্যাচারটা বেশি করি। এর ফলও ভোগ করি আমরা। যখন আমরা নদী দখল করি, নদী থেকে বালু উত্তোলন করি, নদীতে রাসায়নিক বর্জ্য ফেলি, তখন প্রাকৃতিক সম্পদগুলো হারাতে থাকি। যেমন হালদা নদীতে এখন খুব মাছ ডিম দিতে আসে না। অন্যদিকে, আমরা মা ও স্ত্রী বলতে অজ্ঞান। আমরাই আবার বউ পেটাচ্ছি। আবার অনেক নারী ধর্ষিত হচ্ছেন। নানা ধরনের সন্ত্রাসের স্বীকার হচ্ছে নারী ।
এনটিভি অনলাইন : এ ধরনের গল্পে ছবি নির্মাণ করতে কেন উৎসাহী হলেন?
তৌকীর আহমেদ : আসলে প্রকৃতি ও নারীকে আমরা বাঁচাতে চাই। এখনকার বাস্তবতাই আমাকে উৎসাহ দিয়েছে।
এনটিভি অনলাইন : এই ছবির পোস্টার বিপাশা হায়াত করেছেন। এ বিষয়ে কিছু বলুন।
তৌকীর আহমেদ : বাইরের ছবির অনেক উৎসবে আমাদের অংশগ্রহণ করার কথা রয়েছে। উৎসবগুলোতে বিপাশার করা এই পোস্টার যাবে। এ ছাড়া আমরা অনেক বাণিজ্যিক পোস্টার প্রকাশ করব।
এনটিভি অনলাইন : মিডিয়ার অনেকে বলেছেন আপনি ‘অজ্ঞাতনামা’ ছবির প্রচার সেভাবে করেননি। ‘হালদা’ ছবির ক্ষেত্রেও কি তাই হবে?
তৌকীর আহমেদ : আমাকে ভালোবেসে হয়তো সবাই এমনটা বলেছেন। ‘অজ্ঞাতনামা’ ছবির খবরও কিন্তু অনেক প্রচার হয়েছে। হয়তো আমাকে প্রচারণায় আরো সরব হতে হতো। যা হোক, এবার ‘হালদা’ ছবির প্রচার হওয়ার প্রত্যাশা তো একটু বেশি করতেই পারি!