তিন খানের বিপরীতে ক্যাটরিনা
বলিউড তারকাদের মধ্যে ক্যাটরিনা কাইফের বৃহস্পতি এখন তুঙ্গে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বাহুবলি : দ্য কনক্লুশন’-এর পর বছরের সবচেয়ে বেশি আলোচিত চলচ্চিত্র ‘টাইগার জিন্দা হ্যায়’। যার দুটি গান ‘সোয়াগ সে সওগাত’ ও ‘দিল দিয়া গাল্লান’ এরই মধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। তবে এখানেই থামছেন না ক্যাটরিনা। কারণ, তাঁর আসন্ন তিনটি চলচ্চিত্রই যে বলিউডের তিন খানের বিপরীতে। আর বলিউডে খানদের ছবি মানেই তো বক্স-অফিসে রেকর্ডগুলো ভেঙে খানখান হয়ে যাওয়া। ফলে এ বছরে তো বটেই, আসছে বছরও নায়িকাদের মধ্যে পর্দা কাঁপাচ্ছেন তিনি। চলুন, জেনে নিই ক্যাটরিনার আসন্ন তিনটি ছবি সম্পর্কে।
টাইগার জিন্দা হ্যায়
তিন খানের বিপরীতে ক্যাটরিনার অভিনয়যাত্রাটা তিনি শুরু করেছেন তাঁর তথাকথিত প্রেমিক হিসেবে স্বীকৃত সালমান খানকে দিয়েই। দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় কিস্তি হিসেবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে। ২০১৪ সালে ইরাকে ৪৬ ভারতীয় সেবিকাকে অপহরণ করা হয়। কীভাবে টাইগার (সালমান) ও জয়া (ক্যাটরিনা) সেবিকাদের উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটিই দেখা যাবে এবারের কিস্তিতে। ছবিটির শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস ও মরক্কোয়। ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। যার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা ও সালমান। আসন্ন বড়দিনকে কেন্দ্র করে চলতি বছরের ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
থাগস অব হিন্দুস্তান
২০১৮ সালের শুরুটা ক্যাটরিনা করছেন ‘থাগস অব হিন্দুস্তান’ দিয়ে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আমির খান। তবে ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে না ক্যাটরিনাকে; বরং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ‘দঙ্গল’খ্যাত তারকা ফাতিমা সানা শেখ। তবে ক্যাটরিনার চরিত্রটিও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ছবিতে আরো অভিনয় করছেন বিগ বি অমিতাভ। বর্তমানে থাইল্যান্ডে হচ্ছে ছবিটির শুটিং। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রচারে ব্যস্ত ক্যাটরিনা যোগ দেননি সেখানে। চলচ্চিত্রটির গল্প লিখেছেন বিজয় কৃষ্ণ আচার্য। পরিচালনাও করছেন তিনি। ক্যাটরিনা অভিনীত এই ছবিও প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। তবে সহ-প্রযোজক হিসেবে থাকছেন আমির খান। দিওয়ালিকে কেন্দ্র করে ২০১৮ সালের ৭ নভেম্বর ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আনন্দ এল রায়ের পরবর্তী ছবি
‘থাগস অব হিন্দুস্তান’-এর পর ২০১৮ সালে আবারও ফিরবেন ক্যাটরিনা। আর এবার তাঁর সঙ্গে থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবিটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। আনন্দ এল রায়ের পরিচালনায় এই ছবিটিতে ক্যাটরিনাকে পর্দা ভাগ করে নিতে হবে আনুশকা শর্মার সঙ্গে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। দুটি চরিত্রের একটিতে বামন হিসেবে দেখা যাবে তাঁকে। ২০১৮ সালে এটিই হতে যাচ্ছে ক্যাটরিনার শেষ ছবি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরুখপত্নী গৌরী খান ও আনন্দ এল রায়। ২০১৮ সালের বড়দিনকে কেন্দ্র করে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।