তিন তারকা মডেলেরই প্রিয় সাকিব

চলছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলা। ক্রিকেটভক্তদের একমাত্র বিনোদন ক্রিকেট খেলা দেখা। ভাবছেন তারকারা কি ক্রিকেট খেলা দেখে না? আপনার মতো তারকারও ক্রিকেটপ্রেমী। কাল ক্যানবেরায় সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় তিন তারকা মডেল সুজানা জাফর, বিপাশা কবির এবং পিয়া বিপাশা।কাকতালীয়ভাবে তাদের তিনজনেরই প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।
সুজানা জাফর
আমার প্রিয় দল শুধুই বাংলাদেশ। অন্য দেশের খেলা দেখলে আমি আনন্দ পাই না। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমি অনেক গর্ববোধ করি।ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। সাকিবের খেলা আমি অনেক পছন্দ করি। আমার বিশ্বাস বাংলাদেশ জয়ী হবেই।
বিপাশা কবির
ছোটবেলায় ক্রিকেট খেলা নিয়মিত দেখতাম। এখন কাজের ফাঁকে সময় বের করে খেলা দেখি। সাকিব আল হাসান আমার প্রিয় ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক শুভকামনা।
পিয়া বিপাশা
বাংলাদেশের খেলা থাকলেই সেদিন আমার মন একটু বেশি ভালো থাকে। কাজের ব্যস্ততায় খেলা এখন খুব একটা দেখা হয় না।
সাকিব আল হাসানের খেলার আমি অনেক ভক্ত। কাল বাংলাদেশ- আফগানিস্তান খেলবে।বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা।