আবারো ঢাকায় পরমব্রত, শুটিং কাল

দেড় মাস পর আবারও আজ সোমবার ঢাকায় এলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যয়। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং করতেই এসেছেন তিনি। আজ দুপুরে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছান পরমব্রত।
পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘ছবির কিছু দৃশ্য ও গানের দৃশ্যধারণ এখনো বাকি। আগামীকাল আমরা উত্তরার দিয়া বাড়ি এবং রাস্তায় কিছু দৃশ্যের শুটিং করব। সব শুটিং দিনে হবে। রাতের দৃশ্যের কোনো শুটিং নেই। আমরা টানা ১০ দিন শুটিং করব।’
এদিকে কালকের শুটিং নিয়ে বেশ ভয়ে আছেন অভিনেত্রী ভাবনা। পরীক্ষার আগের রাতে যেমন ভয় হতো, এখন ঠিক তেমন ভয়ই কাজ করছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমার খুব ভয় হচ্ছে, কারণ কাল পুরো চলচ্চিত্রের সবচেয়ে কঠিন দৃশ্যের শুটিং। আমরা রাত ৩টা থেকে মেক-আপ নিতে শুরু করব। খুব ভোর থেকে শুটিং শুরু হবে। যেহেতু কাল রাস্তায় শুটিং, তাই একটু চিন্তাও হচ্ছে। কারণ বাইরে অনেক গরম। কোনো মেকআপ রুমও থাকবে না যে আমরা বিশ্রাম নিতে পারব। কাল যেন গরম কম থাকে এই দোয়াই করছি।’ ‘ভয়ংকর সুন্দর’ ভাবনার প্রথম চলচ্চিত্র। আবার কলকাতার পরমব্রতের বাংলাদেশে করা প্রথম ছবি। গেল ৩ আগস্ট অনিমেষ আইচ তাঁর ফেসবুক পেজে ছবিটির প্রথম অংশের টিজার প্রকাশ করেন। টিজার প্রকাশের পর থেকে বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী ভাবনা, অভিনেতা পরমব্রত ও পরিচালক অনিমেষ আইচ।