অনুপম রায় অনেক আন্তরিক : নাবিলা

‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘বাংলাদেশের মেয়ে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তিনি নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মিউজিক ভিডিও ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন নাবিলা।
এনটিভি অনলাইন : আপনাকে কখনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি। প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কেমন লাগল?
মাসুমা রহমান নাবিলা : আসলে মিউজিক ভিডিও করার প্রস্তাব অনেক আগেই পেয়েছি। কিন্তু নানা কারণে করা হয়নি। ই-টিউনস এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থা থেকেও আমাকে মিউজিক ভিডিও করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার তাদের অফার গ্রহণ করেছি, এর কারণ দুটো। প্রথমত, মিউজিক ভিডিওতে আমি বাংলাদেশের একজন অভিনেত্রী, এটা তুলে ধরা হয়েছে। মানে হলো, আমি আমার আমার ভূমিকায় অভিনয় করেছি। দ্বিতীয়ত, অনুপম রায় গানটিতে কণ্ঠ দিয়েছেন। আমার অনেক প্রিয় একজন শিল্পী অনুপম রায়।
এনটিভি অনলাইন : অনুপম রায়ের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হলো?
মাসুমা রহমান নাবিলা : খুব ভালো। অনুপম রায় অনেক আন্তরিক, অনেক মিশুক ও ভালো মনের একজন মানুষ।
এনটিভি অনলাইন : আরো কি মিউজিক ভিডিওতে কাজ করার পরিকল্পনা আছে?
মাসুমা রহমান নাবিলা : আপাতত নেই।
এনটিভি অনলাইন : এবার অন্য বিষয় নিয়ে কথা বলি। বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
মাসুমা রহমান নাবিলা : ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৮’-এর উপস্থাপনা করছি। এই অনুষ্ঠান নিয়ে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে।
এনটিভি অনলাইন : আপনার অভিনীত ‘সংসার’ নাটকটি এবার বেশ প্রশংসিত হয়েছে। বাস্তবে সংসার কবে শুরু করছেন?
মাসুমা রহমান নাবিলা : আগামী এপ্রিলে ইনশাআল্লাহ।