ইমনের আয়োজনে কামরুলের অ্যালবাম

সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর আয়োজনে নতুন অ্যালবাম বের করতে যাচ্ছেন শিল্পী কামরুল। এই অ্যালবামটি হতে যাচ্ছে ফোক ঘরানার। এতে কণ্ঠ দেবেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। সংগীত আয়োজনে থাকবেন বিশিষ্টসংগীত পরিচালক শওকত আলী ইমন। কামরুল জানিয়েছেন, সালমার সঙ্গে এ বিষয়ে এরই মধ্যে আলাপ হয়েছে এবং তিনি গান গাইতে রাজি হয়েছেন।
এ বিষয়ে কামরুল বলেন, ‘সালমার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের সঙ্গে কাজ করতে রাজি আছেন। শওকত ভাইও আমাদের কাজে আগ্রহী বলে জানিয়েছেন। সবকিছু ঠিক হলে শিগগিরই আমরা অ্যালবামের কাজে হাত দেব।’
এই অ্যালবাম ছাড়াও শিল্পী কামরুলের ‘দূরে গেলে একটা’ গানটি ঈদে গ্রামীণফোনের মিউজিক পোর্টালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাংলাদেশের একটি ডিজিটাল ডিসট্রিবিউশন কোম্পানি গানটি ডিজিটাল ফরম্যাটে মোবাইল অপারেটর, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, বাজারে প্রকাশ করবে বলে জানা গেছে।