‘অপূর্ব ও মম শেষ পর্যন্ত হার মেনে নেয় না’

শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’ টেলিফিল্মটি আজ দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, মাজনুন মিজান, সুষমা সরকার, তামিমা তিথী, সাবিহা জামান, কাজী খালেকুজ্জামান প্রমুখ। টেলিফিল্মটি প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন শিহাব শাহীন।
এনটিভি অনলাইন : টেলিফিল্মটির নাম ‘শেষ পর্যন্ত’ কেন?
শিহাব শাহীন : দর্শক টেলিফিল্মটি দেখলে তাঁদের কাছে এটা পরিষ্কার হবে। এখানে দেখা যাবে, ভালোবাসার জন্য নায়ক-নায়িকাকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। অপূর্ব ও মম শেষপর্যন্ত হার মেনে নেয় না।
এনটিভি অনলাইন : টেলিফিল্মের গল্পে কী দেখা যাবে?
শিহাব শাহীন : অপূর্ব ও মম দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কের কথা বিশ্ববিদ্যালয়ের সবাই জানে। কিন্তু হঠাৎ মমর বড় বোনের সঙ্গে অপূর্বর বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়। এরপর শুরু হয় জটিলতা।
এনটিভি অনলাইন : শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
শিহাব শাহীন : টানা সাতদিন আমরা শুটিং করেছি ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে। এখানে ১৭ জন নামধারী তারকা অভিনয় করেছেন। একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করা ছিল খুবই কষ্টসাধ্য ও ব্যয়ববহুল। তারপরও কাজের অভিজ্ঞতা চমৎকার হয়েছে। সামাজিক গল্পের টেলিফিল্ম এটি। আমাদের সমাজে অনেকের প্রেম নানা কারণে ভেঙে যায়। এই টেলিফিল্মে দর্শক বাস্তব কিছু চিত্র দেখতে পাবেন।
এনটিভি অনলাইন : ঈদে দর্শক কী ধরনের নাটক দেখতে পছন্দ করেন বলে আপনি মনে করেন?
শিহাব শাহীন : জীবনের সাথে গল্প মিলে গেলে দর্শক সেই নাটক দেখে আনন্দ পায়। বাস্তবধর্মী গল্প দর্শক দেখতে পছন্দ করেন।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। আপনার পরিচালনায় অনেক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। এবার ঈদে কাজ করতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি?
শিহাব শাহীন : বিশ্বকাপের কারণে এবার অনেক এজেন্সি ও প্রযোজক নাটকের কাজ অনেক পরে গুছিয়েছেন। ঈদের বিশেষ কাজ আমরা সাধারণত দুই মাস আগ থেকে শুরু করি। পরিকল্পনাও করি অনেক আগে থেকে। কিন্তু এবার সেটা হয়নি। রমজানের শেষের দিকে দ্রুত সব কাজ আমাদের শেষ করতে হয়েছে।