‘ঈদে সিনেমা মুক্তি পেলে আমরা হলে যেতাম না’

রিয়াজ আহমেদ। দেশের জনপ্রিয় অভিনেতা। এবার ঈদ উপলক্ষে তাঁর বেশকিছু নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। এ ছাড়া তিনি তাঁর নিজস্ব বিজ্ঞাপনী সংস্থ্যা থেকে নির্মাণ করেছেন বাবা দিবসের জন্য স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘বাবা ভীষণ অপছন্দের একজন মানুষ!’।
ঈদের দ্বিতীয় দিন এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন রিয়াজ।
এনটিভি অনলাইন : কেমন আছেন?
রিয়াজ : খুব ভালো।
এনটিভি অনলাইন : ঈদের দিন কীভাবে কাটিয়েছেন?
রিয়াজ : বাসায় ছিলাম। পরিবারের সঙ্গেই ঈদের দিন দারুণ কেটেছে।
এনটিভি অনলাইন : একসময় ঈদে আপনার অভিনীত অনেক ছবি মুক্তি পেত। এখন ছবি মুক্তি পেলে শিল্পীরা হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবি দেখেন। ছবির প্রচার করেন। আপনারা সেসময় কী করতেন?
রিয়াজ : ঈদে সিনেমা মুক্তি পেলে আমরা হলে যেতাম না। এখন আর্টিস্টরা হলে হলে যাচ্ছে। আমাদের সময় হলগুলোতে যাওয়ার প্রয়োজন পড়ে নেই। আমাদের ছবির প্রচার হতো বেশি পোস্টারে। আর টেলিভিশন ও রেডিওতেও ছবির প্রচার আমরা করেছি। বিভিন্ন পত্রিকায় ছবির খবর অনেক বড় করে ছাপানো হতো।
এনটিভি অনলাইন : ছবি হিট হলে আপনারা কীভাবে সেটা উদযাপন করতেন?
রিয়াজ : সবাই মিলে আনন্দ করতাম। প্রযোজকরা এফডিসিতে মিলাদ মাহফিলের আয়োজন করত।
এনটিভি অনলাইন : এবার আপনার বিজ্ঞাপন নিয়ে কথা বলি। বাবা দিবস উপলক্ষে আপনার সংস্থা পিংক ক্রিয়েটিভ লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ‘বাবা ভীষণ অপছন্দের একজন মানুষ !’ ছবিটি দেখে অনলাইনে দর্শক প্রতিক্রিয়া জানাচ্ছেন। আপনার কেমন লাগছে?
রিয়াজ : প্রচুর সাড়া পাচ্ছি। দর্শক অনেক পছন্দ করছে ছবিটি- সেটা তাঁদের মন্তব্য দেখে বুঝতে পারছি। আমি অভিভূত। ‘বাবা ভীষণ অপছন্দের একজন মানুষ!’ ছবির গল্পের সাথে হাজারো বাবার মিল পাওয়া যাবে। অনেক বাবার সন্তানের গল্প এটি। বাবাকে হারিয়েছি আমি অনেক আগে। আমি হয় তো ঈদে নতুন পোশাক পরেছি কিন্তু বাবা পুরোনো পাঞ্জাবিই পরেছিলেন।
এনটিভি অনলাইন : ঈদ উপলক্ষে আপনার নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে। টিভিতে নিজের অভিনীত নাটক কি দেখা হয়?
রিয়াজ : সবসময় সম্ভব হয় না। মাঝেমধ্যে দেখি।
এনটিভি অনলাইন : এখন কী নিয়ে বেশি ব্যস্ত?
রিয়াজ : নিজের এজেন্সি নিয়ে। আর মাঝেমধ্যে নাটকে অভিনয় করছি। বিজ্ঞাপন করছি।
এনটিভি অনলাইন : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
রিয়াজ : আপনাকেও