স্বীকৃতিকে দেখতে হাসপাতালে সাবিনা ইয়াসমিন

‘একই রোগ আমারও হয়েছিল। আমি সুস্থ হয়েছি, তুমিও সুস্থ হয়ে উঠবে। মনে সাহস রাখ।’ কথাগুলো অসুস্থ সংগীতশিল্পী স্বীকৃতিকে বলেছেন সাবিনা ইয়াসমিন। আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী স্বীকৃতিকে দেখতে যান তিনি। স্বীকৃতিকে শুধু দোয়াই দেননি, দিয়েছেন এক লাখ টাকার চেকও।
গীতিকার কবির বকুল ফেসবুকে সাবিনা ইয়াসমিন ও স্বীকৃতির ছবি পোস্ট করে লিখেছেন- ‘সাবিনা ইয়াসমীন স্বীকৃতির পাশে।’ ফেসবুকে তিনি আরো লিখেছেন, ‘শিল্পীর পাশে শিল্পী দাঁড়াবেন, এইতো আমরা চাই। স্বীকৃতির পাশে সাবিনা আপা, ধন্য হয়ে যাই।’
এদিকে আগামী ৮ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য স্বীকৃতিকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থ প্রয়োজন। তাঁর পাশে এগিয়ে এসেছেন সংগীতশিল্পীরা। বর্তমানে সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ব্লাড ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসা পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানান চিকিৎসকরা।
এদিকে স্বীকৃতির পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ ছাড়া কনক চাঁপা, শওকত আলী ইমন ও এন্ড্রু কিশোরসহ অনেকে স্বীকৃতির পাশে দাঁড়িয়েছেন। স্বীকৃতি সর্বশেষ গান গেয়েছেন ‘অ্যাকশন জেসমিন’ ছবির প্লে-ব্যাকে। বাংলা চলচ্চিত্রে এ পযর্ন্ত ৫০০ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর বাইরে স্বীকৃতির সাতটি একক অ্যালবাম এবং পঞ্চাশেরও বেশি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। ১৯৯৯ সালে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।