‘সংগীত-অবয়ব’ শীর্ষক সেতার-সরোদ কর্মশালা

বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘সংগীত-অবয়ব’ শীর্ষক সেতার-সরোদ কর্মশালা আয়োজন করা হচ্ছে। আগামী শনিবার ৩ অক্টোবর বিকেল ৪টায় এই কর্মশালা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পণ্ডিত কুশল দাস ও পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি এবং সভাপতির ভাষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
পরে চা-বিরতি শেষে সংগীত-অবয়ব কর্মশালা লেকচার-ডেমনস্ট্রেশন ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। শাস্ত্রীয় যন্ত্রসংগীতের ইতিহাস, বাদনশৈলী ও রীতি, সমকালীন চর্চা ও সংগীত রচনা নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার আয়োজন রাখা হয়েছে এ পর্বে।
৩-৫ অক্টোবর এই তিনদিনব্যাপী নিরীক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট সংগীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ) ও পণ্ডিত কুশল দাস (সেতার)। দ্বিতীয় ও তৃতীয় দিনও এ আয়োজন চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। ৪ ও ৫ অক্টোবর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে বেঙ্গল ফাউন্ডেশন ০১৭১১৮১৭৭৪৯, ০১৬১০৪৪৬৬১১ ও ০১৫৫২১০০৩৫০- এই নম্বরগুলোতে যোগাযোগ করে বিনামূল্যে নিবন্ধন করা যাবে।