আসছে কোনালের নতুন মিউজিক ভিডিও

গানকে ঘিরে সবসময় সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসেন সংগীতশিল্পী কোনাল। ইতিমধ্যে নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। অ্যালবামের প্রত্যেকটা গানের সুর করাও সম্পন্ন হয়েছে। এখন বাকি আছে শুধু গানগুলোতে কণ্ঠ দেওয়া। এই কাজটিও খুব শিগগির শুরু করবেন কোনাল। তবে আ্যালবামের একটি গান একদম প্রস্তুত করেছেন তিনি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
‘সুখ থামে না’ শিরোনামে এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। চলতি মাসে গানের মিউজিক ভিডিওটি ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে এক যোগে ছাড়বেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন কোনাল। আর এই মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন তিনি নিজে।
এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘মিউজিক ভিডিওতে গানের অভিব্যক্তি ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব। তাই আমি মিউজিক ভিডিওকে ইতিবাচকভাবে নেই। মাইকেল জ্যাকসনের সময় থেকে মিউজিক ভিডিওর প্রথা শুরু হয়েছে। আমরাই হয়তো একটু দেরিতে শুরু করেছি। তবে গানের মিউজিক ভিডিও এমন হলে ভালো হয় যে যেখানে ভালো একটা গল্প থাকবে এবং অবশ্যই সেই ভিডিও থেকে দর্শক-শ্রোতা ভালো মেসেজ গ্রহণ করতে পারবে।’
শুধু একক অ্যালবাম নিয়ে ব্যস্ততা নন, পঞ্চকবির অ্যালবাম, উপস্থাপনা সবমিলিয়ে মহা ব্যস্ততায় সময় কাটছে কোনালের। গতকালও একটা থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। এমন খবরই দিলেন কোনাল।