দীর্ঘদিন পর জাবি ক্যাম্পাসে গাইবেন জেমস

নগর বাউল জেমসের গান পছন্দ হয় না এমন শ্রোতা খুঁজে পাওয়া কঠিন। সব বয়সী এবং সব প্রজন্মের শ্রোতারা জেমসের গান পছন্দ করেন। এদিকে দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট করছেন জেমস। চলতি মাসের ৯ তারিখে ফ্রান্সে কয়েকটা কনসার্ট শেষ করে দেশে ফিরেছেন তিনি। সেখানে ১৪ দিন ছিলেন জেমস। নতুন খবর হলো, জেমস দুটি বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করতে যাচ্ছেন।
আগামী ১৬ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয় এবং পরদিন ঢাকায় ফিরে আবার ১৮ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ৭টায় কনসার্ট করবেন জেমস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের র্যাগ উৎসব উপলক্ষে আয়োজিত তিনদিনের অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জেমস গান গাইবেন। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে গান গাইবেন তিনি। এনটিভি অনলাইনকে এমনটিই জানালেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
রবিন আরো বলেন, ‘সব সময় আমরা কনসার্ট করি। কিন্তু নানা ব্যস্ততার কারণে প্রস্তাব থাকা সত্ত্বেও ক্যাম্পাসে আমরা গান গাইতে পারিনি। তাই লম্বা বিরতির পর ক্যাম্পাসে আবারও কনসার্ট করবেন জেমস ভাই।’