জন্মদিনেও ক্লাসে তাহসান

তাহসান খান। তিনি একাধারে সংগীতশিল্পী, অভিনয় ও মডেলিং করেন, উপস্থাপনায় পারদর্শী, তিনি আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও। আজ এই গুণী শিল্পীর জন্মদিন। ১৯৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি।
২০০৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। এরপর ধীরে ধীরে তিনি প্রকাশ করেন ‘কৃতদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’, ‘নেই’, ‘প্রত্যাবর্তন’ ও ‘উদ্দেশ্য নেই’। মিশ্র অ্যালবামে অসংখ্য গান গেয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে সুর ও প্লে-ব্যাক করেও প্রশংসিত হয়েছেন তাহসান। ছোটপর্দার টিভি নাটকেও অভিনেতা হিসেবে এরই মধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতার বিচারকের আসনেও বসেছিলেন তিনি। শুধু তাই নয়। শুদ্ধ বাচনভঙ্গি ও সাবলীল কথা দিয়ে উপস্থাপনা করেও পেয়েছেন জনপ্রিয়তা। বই তো পড়তে ভালোবাসেন এবং অবসরে লেখালেখিও করেন তিনি। তাঁর লেখা অসংখ্য কবিতাও রয়েছে। কবিতায় সুর বসিয়ে গানও তৈরি করেছেন।
আজ জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা রাখেননি তাহসান। প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন তাহসান। আজকের দিনেও বদলায়নি তাঁর প্রতিদিনের ব্যস্ত রুটিন। এমনটিই জানালেন জনপ্রিয় এই তারকাশিল্পী।