গায়ক অভিজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

এক নারীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এবারে ভারতের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে। এর আগে বেফাঁস মন্তব্য করার অভিযোগ উঠেছিল এই গায়কের বিরুদ্ধে। এবারের অভিযোগ, দুর্গাপূজায় বুধবার মহাষ্টমীর রাতে মুম্বাইয়ের লোখান্ডওয়ালার দুর্গাপূজার মণ্ডপে তিনি এক নারীর শ্লীলতাহানি করেন। গায়কের বিরুদ্ধে স্থানীয় ওসিওয়াড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের ভারসোভা এলাকার বাসিন্দা ওই নারী। পুলিশ সূত্রে জানা গেছে, গায়ক অভিজিতের নামে এফআইআর দায়ের হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারিণী নারী তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন, গীতিকার কৈলাস খের লাইভ শো দেখতে তিনি লোখান্ডওয়ালার দুর্গামণ্ডপে যান ওই দিন রাতে। কিন্তু ওই শোতে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে তিনি তাঁর নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলেন। সে সময় তাঁর পাশে দাঁড়িয়ে থাকা অভিজিৎ তাঁকে খারাপভাবে ছুঁতে চেষ্টা করেন। এমনকি ওই নারী সে সময় অভিজিৎকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে অশ্রাব্য ভাষায় অভিজিৎ গালাগাল করেন। শুধু তাই নয়, অভিজিৎ নাকি তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন এবং অশ্লীল ব্যবহারও করেছেন। এর পর ওই নারী প্রতিবাদ করায় তাঁকে ক্লাবের স্বেচ্ছাসেবকরা প্যান্ডেল থেকে বের করে দেন বলে জানান তিনি। উল্লেখ্য, ওই পূজামণ্ডপের সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ।
অভিযোগকারিণী বলেন, অভিজিৎ যেহেতু পূজামণ্ডপের সঙ্গে যুক্ত, সে কারণে পূজা কমিটির লোকজন সব জেনেও তাঁকে উপর্যুপরি হুমকি দিয়ে বের করে দেন। এর পরেই স্থানীয় ওসিওয়াড়া থানায় লিখিত অভিযোগ জানান তিনি। যদিও এ ঘটনায় গায়ক অভিজিৎ জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ওই নারীই বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও কোনো কথাই নাকি কানে তুলছিলেন না। এ ঘটনায় তিনি অন্তর্ঘাতের শিকার বলেও দাবি করেন অভিজিৎ। তিনি আরো বলেন, এই পূজা বন্ধ করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। অবশ্য এর আগে গায়ক অভিজিতের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করার অভিযোগ ওঠে।
কিছুদিন আগে পাকিস্তানি গায়ক গুলাম আলীকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এর কিছুদিনের মধ্যেই এবারে শ্লীলতাহানি কাণ্ডে নাম জড়ানোয় রীতিমতো বিপাকে পড়লেন এই গায়ক।