‘সুইজারল্যান্ড’-এর শুটিং হয়েছে বাংলাদেশে!

হানিমুন করার জন্য অনেক দম্পতির পছন্দের জায়গা ‘সুইজারল্যান্ড’। ইউরোপের এই দেশে ভ্রমণ পিপাসু মানুষ প্রায়ই ভিড় করে। প্রকৃতিতে ঘেরা সুন্দর এই দেশের নামে নাটক নির্মাণ করেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।
‘সুইজারল্যান্ড’ শিরোনামে নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার। নাটকে স্বামী ও স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ ও অপি করিম।
নাটকের নাম ‘সুইজারল্যান্ড’ হলেও এর শুটিং হয়েছে বাংলাদেশে। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান চয়নিকা চৌধুরী।
নাটকের নাম ‘সুইজারল্যান্ড’ কেন জানতে চাইলে এনটিভি অনলাইনকে চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা বলতে গেলে পুরো নাটকের গল্প বলতে হবে। তাই আপতত এই বিষয়ে কিছুই বলতে চাই না। এটুকু বলব, এটা রোমান্টিক গল্পের নাটক। দর্শক দেখে আনন্দ পাবেন।’
‘সুইজারল্যান্ড’ নাটকের শুটিংয়ের ফাঁকে রিয়াজ ও অপি। ছবি : সংগৃহীত
অপি করিমের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নায়ক রিয়াজের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা হয়েছে চয়নিকা চৌধুরীর। এ বিষয়ে তিনি বলেন, ‘রিয়াজ অনেক আন্তরিক শিল্পী। সময়জ্ঞান অসাধারণ। শুটিংয়ের আগে তাঁকে কল টাইম দেওয়া হয়েছিল ৯ টা ৩০ মিনিটে। তিনি এসেছিলেন সকাল ৯ টায়। আমিই এসেছিলাম দেরি করে। অপি করিম সবসময় সময়মতো সেটে চলে আসেন। এই নাটকের সময়ও সঠিক সময়ে শুটিংয়ে এসেছিলেন তিনি।’
আসন্ন ঈদ উপলক্ষে এবার এই নাটকটিই নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। বললেন, ‘সামনে আমার সিনেমার শুটিং। তাই এবার ঈদ উপলক্ষে নাটক সেভাবে নির্মাণ করিনি। এই নাটকটিরই শুটিং করেছি শুধু। আরো একটি নাটকের শুটিং অনেক আগে করেছিলাম—সেটা এবার ঈদে প্রচার করা হবে। ’
‘সুইজারল্যান্ড’ নাটকে আরো অভিনয় করেছেন মিলি বাশার, আজম খান, মোশাররফ প্রমুখ। আসন্ন ঈদে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।