চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন লাকী আখন্দ

আজ ব্যাংকক যাচ্ছেন বরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক লাকী আখন্দ। ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘কেমো থেরাপির জন্য টানা ছয় মাস আমাকে ব্যাংককে থাকতে হবে। তবে দুই মাস পর আমার শরীরের উন্নতি হলে আমি দেশে ফিরব। তারপর দেশে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার ব্যাংককে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
লাকী আখন্দের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে গত মাসে। গত ১১ সেপ্টেম্বর তাঁকে ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর ব্যাংককের পায়াথাই হাসপাতালে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এখন তিনি সুস্থ আছেন। কিছুদিনের জন্য দেশে ফিরেন তিনি। তবে উন্নত চিকিৎসার জন্য আবারও দেশ ছাড়তে হচ্ছে তাঁকে।
লাকী আখন্দের চিকিৎসার জন্য এরই মধ্যে খরচ হয়েছে ১০ লাখ টাকা। চিকিৎসার জন্য সব মিলিয়ে আরো লাগবে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাকী আখন্দের চিকিৎসা বাবদ পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছেন।
অসংখ্য জনপ্রিয় গানের সুর করেছেন লাকী আখন্দ। তাঁর সুর করা উল্লেখযোগ্য কিছু গান হলো ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘ আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার’, ‘পলাতক সময়ের হাত ধরে’ ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি।