শেষ হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’

আগামীকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। দুই বাংলার স্বর্ণালি ও সমকালের চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি ছয় দিনব্যাপী টিএসসি মিলনায়তনে এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘আমার ভাষার চলচ্চিত্র’ শিরোনামে উৎসবের আয়োজন করে থাকে। গত ১৩টি আসরে মোট ৪৮৫টি চলচ্চিত্র প্রদর্শন করেছে এই চলচ্চিত্র সংসদ। এবার ১৪তম আসরে স্থান পেয়েছে মাহী অভিনীত জাজ মাল্টিমিডিয়ার তিনটি চলচ্চিত্র—পিএ কাজল পরিচালিত ‘ভালবাসা আজকাল’, ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ও সৈকত নাসির পরিচালিত ‘দেশা : দ্য লিডার’।
শুধু মাহী অভিনীত জাজ মাল্টিমিডিয়ার তিনটি ছবি প্রদর্শিত হচ্ছে, অন্য প্রযোজনা সংস্থার ছবি এখানে স্থান পায়নি কেন—জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আরিফ শোভন বলেন, ‘আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। যাঁরা ছবি দিয়েছেন, তাঁদের ছবিই প্রদর্শন করছি।’
কাদের সঙ্গে যোগাযোগ করেছেন—জানতে চাইলে আরিফ শোভন বলেন, “আমরা অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ছবিটি আনতে চেয়েছিলাম। আমাদের তালিকায় এ ছবির নামও ছিল। কিন্তু অনুমোদন না পাওয়ায় আর প্রদর্শন হচ্ছে না। পরে সেখানে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখানো হচ্ছে।”
উৎসব সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, “এমন অনেক চলচ্চিত্র আছে, যেগুলো যুগের পর যুগ মানুষ দেখেছে। এখনো অনেক ছবি হচ্ছে, যেগুলো অনেক দিন বেঁচে থাকবে। অনেক পরিচালকই আছেন, যাঁরা এ ধরনের উৎসবে তাঁদের ছবি দিতে চাইবেন। ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের মতো আয়োজনগুলোতে যদি সমকালীন ভালো ছবি প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়, তাহলে নির্মাতারা ভালো ছবি বানাতে আরো উৎসাহ পাবেন। আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে। যে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে, সেগুলো অনেক ভালো ছবি।”
আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি
সকাল ১০টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’, দুপুর ১২টা ৩০ মিনিটে ফতেহ লোহানী পরিচালিত ‘আসিয়া’, বিকেল ৩টা ৩০ মিনিটে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সৈকত নাসির পরিচালিত ‘দেশা : দ্য লিডার’—এ চারটি ছবি দেখানো হবে।
আগামীকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি
সকাল ১০টা ৩০ মিনিটে তারেক মাসুদ পরিচালিত ‘আদম সুরত’। বিকেল ৩টা ৩০ মিনিটে শিবলী সাদিক পরিচালিত ‘মায়ের অধিকার’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’—এ তিনটি ছবি প্রদর্শন করা হবে। এ ছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে ‘কালি ঘর’, ‘জল ও চাকা’, ‘রাইট টু ওয়াটার’ ও ‘দ্য স্পিচ’—এ চারটি প্রামাণ্যচিত্র দেখানো হবে।
‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে। এর প্রদর্শন সহযোগিতায় আছে জাজ মাল্টিমিডিয়া, সমকাল, বিডি টোয়েন্টিফোর, চ্যানেল আই মিডিয়া পার্টনার।