নিয়মিত গান চর্চা করতে চাই : ধ্রুব গুহ

‘সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সৈয়দ আব্দুল হাদী’র গান শুনে শুনে আমি বড় হয়েছি। তাদের গানে আমি প্রাণ খুঁজে পাই। তাদের গান শুনে আমি মূলত অনুপ্রেরণা পেয়েছি গান গাওয়ার জন্য। ছোট বেলা থেকে পাড়া-মহল্লার বিভিন্ন অনুষ্ঠানে আমি গান গেয়েছি। তবে গান গাওয়ার চেয়ে গান আমি বেশি শুনতাম।’ কথাগুলো বলছিলেন মেধাবী সংগীতশিল্পী ধ্রুব গুহ। গত বছর তাঁর মুক্তি পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’।
অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘শুধু তোমার জন্য’ গানটির মাধ্যমে খুব দ্রুত শ্রোতা হৃদয়ে স্থান করে নেন তিনি। গানটি শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর ওই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি। গানটির মডেল হয়েছেন সিয়াম ও শাহতাজ। বর্তমানে ইউটিউবে মিউজিক ভিডিওটির দর্শক ১৬ লাখ ছাড়িয়েছে।
ছোটবেলায় গান শেখা হয়নি ধ্রুবের, তিনি বন্ধুদের অনুপ্রেরণায় গান শেখার সিদ্ধান্ত নেন। অ্যালবাম বের করার কিছুদিন আগে তালিমও নেন তিনি। এখন নিয়মিত গান অনুশীলন করছেন ধ্রুব। সামনের বছর মার্চ মাসে তিনি বের করতে যাচ্ছেন দ্বিতীয় একক অ্যালবাম। প্রথম অ্যালবামের মতোই এই অ্যালবামে গানের কথা অনেক সুন্দর হবে। এমনটিই জানালেন শিল্পী ধ্রুব গুহ। নতুন অ্যালবামের কাজের প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন তিনি। শখের বশে গান গাওয়া শুরু করলেও গান এখন নিয়মিত চর্চা করতে চান তিনি। আগামী ডিসেম্বর মাসে দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলে জানান ধ্রুব গুহ।