তানভীর তারেকের নতুন মিউজিক ভিডিও ‘ইচ্ছে হলে’

সংগীতশিল্পী ও সুরকার তানভীর তারেকের নতুন গানের মিউজিক ভিডিও গেল ২৮ অক্টোবর ইন্টারনেট ও বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘ইচ্ছে হলে’। এর নির্দেশনা দিয়েছেন অ্যালন। তানভীর তারেক নিজেই এতে মডেল হয়েছেন।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে তানভীর তারেক বলেন, ‘আমি ব্যয়বহুল মিউজিক ভিডিওর বিপক্ষে। এর প্রধান কারণ, আমি গানে বেশি কদর দিতে চাই। নাচে-গানে ভরপুর মিউজিক ভিডিওগুলো দর্শক অনেক দেখেন, কিন্তু আমার মনে হয় তাঁরা গান শোনার চেয়ে দেখায় বেশি মনোযোগী হয়ে পড়েন। আমি এটা পছন্দ করি না। তাই আমার মিউজিক ভিডিওগুলো খুব সাধারণ হয়, যেখানে গানই মুখ্য বিষয়।’
এর আগে তানভীর তারেকের দুটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। চলতি বছরে তাঁর ‘ঝুম বরষায়’ গানের মিউজিক ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ভিডিওটিতে তানভীর তারেকের সঙ্গে মডেল হয়েছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।
শিগগিরই আরো নতুন চারটি গানের মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা করছেন এই শিল্পী। সেই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন নতুন অ্যালবাম বের করার।