সাড়া ফেলেছে ‘ফ্যামিলি ক্রাইসিস’, অনলাইনে ১০ কোটি ভিউ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/07/31/photo-1564576712.jpg)
পারিবারিক অন্তর্কলহ, স্বজনদের মধ্যে বিবাদ, মিল-অমিল, দেনা-পাওনা আর এরই মধ্যে বিবাহযোগ্য মেয়ের পাত্র খোঁজা—ইত্যাকার নানা ঘটনার পাঁচফোড়ন কার পরিবারেই বা নেই। বাস্তবের সেই ঘটনাগুলোই যখন পর্দায় দেখে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান দর্শক, তখন তা প্রিয় হয়ে উঠবে না কেন? কেনই বা দর্শক বলবেন না, এ তো আমার জীবনেও ঘটেছে!
আর তাই দর্শকপ্রিয়তার শীর্ষে উঠছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। কারণ একটাই, দর্শক দেখছেন তাঁদের পারিবারিক জীবনের সংকটের নানা দিক। পর্দার চরিত্রের সঙ্গে খুঁজছেন নিজের মিল। পাচ্ছেনও। অন্তর্জালে এরই মধ্যে ১০ কোটিবার দেখা হয়েছে নাটকটি।
শুধু টেলিভিশনের পর্দায় ‘ফ্যামিলি ক্রাইসিস’ দেখতে ঘরের আরামকেদারায় বসছেন না দর্শক, অনলাইনেও দেখে নিচ্ছেন।
পারিবারিক টানাপড়েন, ভাঙনের গল্প নিয়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর রচনাকার মারুফ রেহমান। পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্তর্জাল দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে ধারাবাহিকটি। এরই মধ্যে ১০ কোটিবার দেখা হয়েছে। ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখছেন দর্শক। এ পর্যন্ত ফেসবুকে নাটকটির ভিডিও ক্লিপ দেখা হয়েছে প্রায় সাড়ে সাত কোটিবার। এনটিভি নাটকের ইউটিউব চ্যানেলে আড়াই কোটির বেশিবার ও ইনস্টাগ্রামের আইজিটিভিতে দেখা হয়েছে প্রায় এক লাখ মিনিট।
‘ফ্যামিলি ক্রাইসিস’ দর্শকপ্রিয়তা পাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বললেন, “পরিবারে নানান সমস্যা থাকে। আর এসব সমস্যা নিয়েই ‘ফ্যামিলি ক্রাইসিস’ নির্মিত। নাটকটি সম্প্রচারের পর ব্যাপক সাড়া পাচ্ছি। সামনে এমন কাহিনী নিয়ে আরো কাজ করা ইচ্ছে আছে।”
ফ্যামিলি ক্রাইসিসের তিন মিনিট ৫৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি ফেসবুকে এক কোটি ১৭ লাখ বার দেখা হয়েছে। এনটিভির এন্টারটেনমেন্ট পেজে ভিডিওটি যখন তোলা হয়েছিল তখন পেজের লাইক ছিল মাত্র এক লাখ।
ধারাবাহিকটিতে রুমা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিশ্ববিদ্যালয় পড়ুয়া রুমা। পড়ার ফাঁকে ব্যবসাও করতে চায়। এরই মধ্যে পরিবার তাঁর জন্য খুঁজতে থাকে পাত্র।
নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শবনম ফারিয়া। বললেন, “আমার খুবই ভালো লাগছে। এখন টিভি সিরিয়াল সাধারণত কেউ কন্টিনিউ করে না। একটা সময় ছিল, যখন আমরা সিরিয়ালের জন্য অপেক্ষা করতাম। অনেকদিন পর এমন একটা সিরিয়ালে কাজ করছি এবং ব্যাপক সাড়াও পাচ্ছি। আমার ক্যারিয়ারে এটিই প্রথম কোনো সিরিয়াল, যেটিতে এত সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি, সেখানেই এটা নিয়ে কথা হচ্ছে। দেশের বাইরে থেকেও প্রচুর মানুষ খুদে বার্তা পাঠিয়ে বলেছেন, ‘আপু, আপনার এই সিরিয়াল দেখে ভালো লাগে।’ আমার আত্মীয়-স্বজনও ‘ফ্যামিলি ক্রাইসিস’ দেখে। মিস করলে তারা ইউটিউবে দেখে নেয়।”
রায়হান চরিত্রে অভিনয় করা শামীম হাসান সরকার বলেন, “আমাকে সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক রাজ ভাইকে ধন্যবাদ। নাটকটি দেখে আমার পরিবারও খুব খুশি। ঝুমুরের সঙ্গে আমার বিয়ে হবে কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।”
ঝুমুরের চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবা। তিনি নিজেও নাটকটির প্রত্যেক পর্ব দেখেন। অন্তর্জালের দর্শকদের মন্তব্য পড়েন।
‘আমি প্রত্যেক এপিসোড দেখি। ইউটিউব ও ফেসবুকের প্রতিটি কমেন্ট পড়ি। দর্শকের রিভিউটা দেখি। দর্শকদের অনেকে বলেন, রায়হান যদি আমাকে বিয়ে না করে, তাহলে তাঁরা আমাকে বিয়ের জন্য রাজি আছেন। নাটকটির জন্য প্রচুর সাড়া পাচ্ছি। সবাই এখন আমাকে সারিকা না বলে ঝুমুর বলে ডাকে,’ বললেন সারিকা সাবা।
শেফালী খালার চরিত্রে অভিনয় করা মনিরা আক্তার মিঠু বলেন, আমার অভিনীত কোনো নাটক এতোবার ভিউ হয়েছে শুনে অস্কার পাওয়ার মতো অনুভূতি হচ্ছে। এখন তো ভিউয়ের যুগ এবং অবশ্যই এটা ভালোলাগার মতোই সীমাহীন আনন্দ।
মনিরা মিঠুর ‘কীঈইই’ ডায়লাগটি এখন মানুষের মুখে মুখে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন শুটিংয়ে প্রথম সিকোয়েন্সে আমাকে চরিত্রটি বোঝাচ্ছিলেন পরিচালক রাজ। তখন হঠাৎই আমি ‘কীঈইই’ বলে ফেলি। বিষয়টি পরিচালকের ভালো লেগে যায় এবং তখন থেকেই এটার শুরু। এটাতে এতো সাড়া পাব তা বুঝতে পারিনি। আর রায়হান (শামীম) ও ঝুমুরের (সারিকা) চরিত্র প্রসঙ্গে তার মন্তব্য ‘এদের দুজনের চরিত্রটি এতো মিষ্টি যে হিন্দি সিনেমা ম্যানে পেয়ার কিয়ার সালমান খান ও ভাগ্যশ্রীর মতো।’
অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে ১০ কোটি ভিউ প্রসঙ্গে এনটিভির হেড অব অনলাইন ফকরউদ্দীন জুয়েল বলেন, ‘আমি নাটকটির প্রতিটি পর্ব দেখি। এরপর আমাদের অনলাইন টিমের সঙ্গে আলাপ-আলোচনা করে ডিজিটাল প্রচার-প্রচারণার সিকোয়েন্সগুলো ঠিক করি। কোন ধরনের দৃশ্য অনলাইনে দর্শক পছন্দ করে তা তাদের রিঅ্যাকশন (লাইক, কমেন্ট, শেয়ার) ও রিচ দেখে বুঝতে পারি এবং সে ধরনের দৃশ্যগুলো স্যোশাল মিডিয়ার মাধ্যমে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি, টিভির পাশাপাশি অনলাইনও এখন বিনোদনের শক্তিশালী মাধ্যম। মানুষ এই মাধ্যমে শুধু একমুখী দর্শক নন, তাঁদের ভালোলাগা বা মন্দলাগা সরাসরি জানাতে পারেন বলে এখনে পুরো বিষয়টি প্রাণবন্ত হয়ে ওঠে। আমরাও তাদের কাছ থেকে নতুন কিছু গ্রহণ করতে পারি। এ জন্য আমি আমার অনলাইন টিমকে ধন্যবাদ জানাই।’
সপ্তাহে দুদিন, প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শহিদুজ্জামান সেলিম, শর্মিলি আহমেদ, রুনা খান, রোজী সিদ্দিকী, মুনিরা ইউসুফ মেমী, মনিরা আক্তার মিঠু, সোহেল খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, মুকিত জাকারিয়া, মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, শিশুশিল্পী রাইসাসহ অনেকে। এ ছাড়াও নাটকটি দেখা যাচ্ছে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও।