একই মঞ্চে গান গাইবেন সুনিধি চৌহান ও হাবিব

আগামীকাল ৬ নভেম্বর ঢাকার মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান এবং বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তাঁদের সাথে আরো গান পরিবেশন করবেন ইনডিয়ান আইডল-৫ বিজয়ী রাকেশ মাইনি। ‘উইন্টার ব্লাস্ট ২০১৫’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবং ইনসেপশন মিডিয়া লিমিটেড।
বসুন্ধরা ইন্টারন্যশনাল কনভেশন সেন্টারের ৪ নম্বর নবরাত্রি হলে এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৭টায়। আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তিনি বলেন, ‘অনেক দিন পর বাংলাদেশের মাটিতে পারফর্ম করছি। আমি চেষ্টা করব আমার সেরাটি উপহার দিতে।’
ইনসেপশন মিডিয়া লিমিটেডের সিইও খান মোহম্মদ বদরুদ্দিন বলেন, ‘এরই মধ্যে রাকেশ মাইনি ও ১৯ জনের সঙ্গীতদল ঢাকায় পৌঁছেছে। মা অসুস্থ থাকায় সুনিধি চৌহান আসবেন আগামীকাল।’
ভারতের গায়িকা সুনিধি চৌহান এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারই প্রথম জুটি বেঁধে তিনি গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের সাথে।