সুনিধি চৌহান ঢাকায়

আজ ৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান এবং বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তাঁদের সঙ্গে আরো গান পরিবেশন করবেন ইন্ডিয়ান আইডল-৫ বিজয়ী রাকেশ মাইনি।
‘উইন্টার ব্লাস্ট ২০১৫’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ও ইনসেপশন মিডিয়া লিমিটেড। কনসার্টে অংশ নিতে আজ শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন সুনিধি চৌহান।
ইনসেপশন মিডিয়া লিমিটেডের উপব্যবস্থাপক পার্থ সরকার বলেন, ‘দুপুর ১২টায় ঢাকায় এসেছেন সুনিধি। গতকালই আসার কথা ছিল, কিন্তু তাঁর মা অসুস্থ থাকায় আজ এসেছেন। এখন তিনি হোটেলে বিশ্রাম নেবেন; শোর জন্য প্রস্তুত হবেন। আশা করছি, ঠিক সময়েই আমরা অনুষ্ঠান শুরু করতে পারব।’
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ৪ নম্বর নবরাত্রি হলে এই কনসার্ট অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায়। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তিনি বলেন, ‘অনেক দিন পর দেশে পারফর্ম করছি। আমি চেষ্টা করব, আমার সেরাটি উপহার দিতে।’
ভারতের গায়িকা সুনিধি চৌহান এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারই প্রথম জুটি বেঁধে তিনি গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে।