‘সীমাহীন ভালোবাসা’তে কণ্ঠ দিলেন বাঁধন ও মম

সংগীত পরিচালক ও শিল্পী মম রহমান এবং কণ্ঠশিল্পী বাঁধন একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘কেন রে মন’। গানটি লিখেছেন আহমেদ জালাল। দ্বৈত এই গানটি মিশ্র একটি অ্যালবামে পাওয়া যাবে। অ্যালবামের নাম ‘সীমাহীন ভালোবাসা’। আগামী ১৩ নভেম্বর অ্যালবামটি প্রকাশ করবে মম মিউজিক সেন্টার। অ্যালবামটিতে আরো গান গেয়েছেন কনকচাঁপা, বিন্দিয়া খান, আকাশ, রাজীব প্রমুখ। এমন খবর জানালেন সংগীতশিল্পী বাঁধন।
এনটিভি অনলাইনকে বাঁধন বলেন, “কেন রে মন’ গানটি রোমান্টিক। মম ভাইয়ার সঙ্গে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে। এবারও এর ব্যতিক্রম হয়নি। আশা করছি শ্রোতারা গানটি শুনে মুগ্ধ হবেন।”
এদিকে বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে গান গাইলেও নিজের একক অ্যালবাম বের করার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন। অ্যালবামটিতে তাঁর মা কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর দ্বৈত গান থাকবে বলে জানান তিনি।