পাঁচ বছর পর চয়নিকা চৌধুরীর নাটকে প্রভা

২০১০ সালে চয়নিকা চৌধুরীর নাটকে প্রভা-অপূর্ব জুটি শেষ অভিনয় করেছিলেন। নাটকের নাম ছিল ‘পালিয়ে গিয়ে বিয়ে এবং দোলনাচাঁপা’। নাটকটি প্রচারিত হয়েছিল বাংলাভিশনে। এর পর পাঁচ বছরে চয়নিকা চৌধুরীর নাটকে প্রভাকে দেখা যায়নি। গতকাল প্রভাকে নিয়ে নতুন নাটকের শুটিং শুরু করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। চয়নিকার ক্যামেরার সামনে প্রভার ফেরার গল্প ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : শুনলাম প্রভা আপনার পরিচালনায় আবারো অভিনয় করছেন?
উত্তর : হ্যাঁ, ঠিকই শুনেছেন। নাটকের নাম ‘আন ওয়ান্টেড’। এতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও মৌ। নাটকটি লিখেছেন এজাজ মুন্না। গল্পটা চমৎকার। স্বামী-স্ত্রীর জীবনের গল্প। অনেকের জীবনের সঙ্গে নাটকের গল্পের মিল রয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন আনসারুল আলম লিংকন।
প্রশ্ন : পাঁচ বছর পর আপনার নাটকে প্রভা অভিনয় করছেন। মাঝে এত বিরতি নেওয়ার কারণ কী ছিল?
উত্তর : অনেক চ্যানেলের অনুষ্ঠানপ্রধানরা প্রভাকে নাটকে নেওয়ার জন্য আমাকে বলেছিলেন; কিন্তু আমি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি মনে করি, সেই সময়টা এখন এসেছে। তাই এই লম্বা বিরতি নিয়েছি। আরো কিছু কারণ আছে। আমার কাছে ব্যক্তিগত সম্পর্ক অনেক বড় মনে হয়। সম্পর্ককে বড় করে দেখতে আমি ভালোবাসি। কিন্তু আশপাশে অনেক মানুষের দিকে তাকিয়ে আমি এখন দেখছি, তাঁরা সম্পর্কের চেয়েও পেশাদারিত্বটাকে অনেক বড় করে দেখেন। তাঁদের কাছ থেকেই আমি শিখেছি ‘প্রফেশনালিজম ইজ দ্য বেস্ট পলিসি’। আর একটা বিষয় আমার মধ্যে কাজ করে তা হলো, কোনো তৃতীয় ব্যক্তি যদি আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে খারাপ কথা বলে, অবচেতন মনে সেই তৃতীয় ব্যক্তিটাকে আমি খারাপ ভাবতে শুরু করি। আর আমি এমন একজন মানুষ, কেউ আমার জন্য হাঁটু পর্যন্ত ডুব দিলে আমি তাঁর জন্য পুরোপুরি ডুব দিতে প্রস্তুত থাকি এবং তখন আমি ভুলে যাই যে আমি সাঁতার কাটতে জানি না। এর বেশি কিছু আপাতত আমি বলতে চাই না।
প্রশ্ন : প্রভা সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
উত্তর : প্রভা অসাধারণ অভিনেত্রী। আমি বলব, প্রভা আমার হাতে গড়া মেয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপনের মডেল হওয়ার পর প্রভাকে আমার নাটকের মাধ্যমে দর্শক চিনেছে। প্রভা আমার পরিচালনায় অনেক খণ্ড নাটক ছাড়াও দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিল। নাটক দুটি হলো ইমদাদুল হক মিলনের লেখা ‘যত দূরে যাই’ ও অরুণ চৌধুরীর লেখা ‘কাগজের ঘর’। আমি বলব, প্রভা গর্ব করার মতো একজন অভিনেত্রী।
প্রশ্ন : সামনে প্রভাকে নিয়ে আরো কাজ করার পরিকল্পনা আছে কি?
উত্তর : হ্যাঁ, প্রভাকে নিয়ে আমি নিয়মিত কাজ করতে চাই। এ মাসে দুইটা টেলিফিল্মের শুটিংয়ের জন্য আমি আর সকাল আহমেদ নেপালে যাব। টেলিফিল্ম দুটি প্রযোজনা করবে বাণীচিত্র। এতে প্রভাসহ আরো অনেকে অভিনয় করবেন।