সানি লিওনিকে আমি শ্রদ্ধা করি : কোনাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/10/21/photo-1571660717.jpg)
বাবা চাননি মেয়ের নামের সঙ্গে জুড়ে থাক ‘কু’ শব্দটি। আর তাই তিনি মূল শব্দ কুনাল পাল্টে করলেন কোনাল। অর্থ লাল পদ্ম। মায়ের কণ্ঠে ছিল জাদু। মেয়েকে হাতেখড়ি দিলেন। ধীরে ধীরে সেই পদ্মকুঁড়ি প্রস্ফুটিত হলো। আজ কোনালের কণ্ঠের জাদু ছড়িয়েছে সর্বত্র। তরুণকুলে তুমুল জনপ্রিয় এ শিল্পী।
সোমনুর মনির কোনালের শৈশব কেটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। মরুভূমির দেশে উটের পিঠে চড়া আর ধু ধু বালুচরের রুক্ষ দৃশ্য দেখে বড় হয়েছেন। তপ্ত দাবদাহ আর প্রচণ্ড ঠাণ্ডা—দুই-ই সয়েছে তাঁর ছোট্ট শরীর। তবে জীবন তাঁর ছিল ভালোবাসাময়। বাংলা গানে তাঁর আবেদনের কথা জানেন সবাই, আরবি গানেও সমান পারদর্শিতা কোনালের।
কিছুদিন আগে বলিউড অভিনেত্রী সানি লিওনির সঙ্গে খবরের শিরোনাম হয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। কেন? শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির আইটেম গান ‘সানি সানি সানি’-তে কণ্ঠ দিয়েছেন তিনি। কোনালের গানের তালে কোমর দুলিয়েছেন সানি লিওনি। শুধু কি তাই, পত্রপত্রিকার খবর, কোনালের গানের প্রশংসা করেছেন সানি। বলেছেন, গানটি তাঁর ভালো লেগেছে। নাচের পাশাপাশি ঠোঁট মেলানোরও চেষ্টা করেছেন। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারও পছন্দ করেছেন তাঁর গান।
সানির প্রশংসায় উচ্ছ্বসিত কণ্ঠশিল্পী কোনাল। জানান, সানি তাঁর গান উপভোগ করে নেচেছেন, একজন শিল্পীর জন্য সেটা ‘অর্ধেক সাফল্য’।
‘আমি মনে করি যে একটা গানের অর্ধেক সাকসেস এখানেই। যখন স্ক্রিনের সামনের তারকা, যাঁর জন্য আমি গাইছি, তিনি যখন গানটাকে উপভোগ করে পারফরম্যান্স দিচ্ছেন, তখন অর্ধেক সাফল্য সেখান থেকেই আসে,’ এনটিভি অনলাইনকে বলেন কোনাল। সানি লিওনিকে ধন্যবাদ জ্ঞাপনও করেন।
নিজের যোগ্যতা সত্ত্বেও অনেক সংগ্রাম করে বলিউডে নিজের আসন পাকা করেছেন সাবেক পর্নতারকা সানি লিওনি। নারীর ক্ষমতায়নে বেশ ভূমিকা রয়েছে তাঁর। অন্তর্জাল দুনিয়ায় তুমুল জনপ্রিয় তিনি। সেই জায়গা থেকে সানির প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে কোনালের। তবে সানির সিনেমা খুব একটা দেখা হয়নি এ গায়িকার।
‘হিন্দি সিনেমা খুব কম দেখা হয়। আমি জানি না সানি অন্য কোনো ভাষার সিনেমা করেছেন কি না। কারিনা কাপুর, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত কিংবা আলিয়া ভাট—তাঁরা যেমন অভিনেত্রী, সানিও আমার জন্য অভিনেত্রী। সানিকে আলাদা করে দেখার কিছু নেই। তবে হ্যাঁ, সানি নারী ক্ষমতায়নের পক্ষে বেশ সরব এবং আমি নিজে যেহেতু শিশু ও নারীর পুনর্বাসন নিয়ে কাজ করি, তাই সানির প্রতি আমার আলাদা শ্রদ্ধা আছে। তিনি অনেক লড়াই করে আজকের অবস্থানে এসেছেন, আমি সেই লড়াইকে খুব শ্রদ্ধা করি। কাজ করে নিজেকে প্রমাণ করে তিনি এখানে এসেছেন, এটাকে আমি খুব শ্রদ্ধা করি,’ বলেন কোনাল।
দেখুন ভিডিওতে :
মুম্বাইয়ের গোরেগাঁও অ্যাঞ্জেল স্টুডিওতে কোনালের ‘সানি সানি সানি’ গানের দৃশ্য ধারণ করা হয়েছে। শুটিংয়ে যাওয়ার কথা ছিল কোনালের। কিন্তু অন্য দেশে থাকার কারণে যেতে পারেননি। আর তাই সানির সঙ্গে এখনো দেখা হয়নি কোনালের। তবে কখনো যদি দেখা হয়, সানিকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না।
শোনা যাচ্ছে, গানটির দৃশ্য ধারণের জন্য খরচ হয়েছে কোটি টাকার বেশি। তো, কোনাল কত পারিশ্রমিক পেয়েছেন? উত্তরে এ শিল্পী বলেন, ‘আমি কত টাকা পেয়েছি, সেটা হিসাবই করিনি। কারণ টাকা আমার কাছে কোনো ব্যাপারই নয়। তবে কোটি কোটি ভালোবাসা পেয়েছি।’
কোনালের মৌলিক গানের সংখ্যা অনেক। সেসব থেকে ভালোবাসার গানের কথা বলা কষ্টসাধ্য। তবে নিজের গাওয়া প্রিয় গানের মধ্যে রয়েছে ‘ঘুম জড়ানো’। এ গানে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আর নিজের প্রিয় শিল্পীদের অন্যতমও বাপ্পা।
ইদানীং স্নানঘরে গেলেই পিয়ানোর সুর মাথায় ভেতর বেজে ওঠে। কোনাল আরো জানালেন, তিনি না জানেন নাচতে, জানেন না নাচাতেও।
জীবন নিয়ে কোনালের কোনো আক্ষেপ বা অপূর্ণতা আছে? উত্তরে বললেন, ‘আমি বরাবরই একটা কথা বলি—আফসোস রেখে মরতে চাই না। তো, কোনালের জীবনের আক্ষেপ কিংবা আফসোস... আমার মনে হয় না এখন পর্যন্ত যেটা আমার আয়ত্তে, সেটা পূরণ হয়নি।’ তবে মানুষ হিসেবে তাঁর যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে, সেসব পালন করে যেতে চান।
কোনাল চন্দ্রবিলাসী, তারাবিলাসী। রাতে ছাদে শুয়ে তারা দেখতে ভালোবাসেন। আর কোনালের পরান সারাক্ষণ গানই গাইতে চায়।