‘যুগের মন্ত্রণা’ নিয়ে আসছেন মাকসুদ ও ঢাকা

মাকসুদ ও ঢাকা ব্যান্ড। ছবি : সংগৃহীত
মাকসুদ ও ঢাকা ব্যান্ডের তৃতীয় অ্যালবাম ‘শব্দচিত্র’। গত বছরের ১০ অক্টোবর অ্যালবামটি প্রকাশ হয়। অ্যালবামের জনপ্রিয় একটি গান হলো ‘যুগের মন্ত্রণা’। এ ছাড়া অ্যালবামের বাকি দুই গান ‘হরিবল’ ও ‘আমার কোনো অভিযোগ নেই’ পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
এখন মাকসুদ ও ঢাকা ব্যান্ডের নতুন খবর হলো, সম্প্রতি তাঁরা তাঁদের ‘যুগের মন্ত্রণা’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করছেন। চলছে মিউজিক ভিডিওটির সম্পাদনার কাজ। খুব শিগগির মিউজিক ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানান সংগীতশিল্পী মাকসুদুল হক।
এনটিভি অনলাইনকে মাকসুদুল হক বলেন, ‘যুগের মন্ত্রণা গানের মিউজিক ভিডিওর কাজ শেষ। ভিডিওতে আমাদের ব্যান্ড ছাড়া আরো কিছু মডেলকে দেখা যাবে। এই গানটা যুগোপযোগী। তরুণ প্রজন্ম গানটা ভালোভাবে নিয়েছে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, গানটির মিউজিক ভিডিও করব।’