বঞ্চিত শিশুদের জন্য ‘আলোড়নের কনসার্ট’

আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে দেশের সেরা কয়েকটি ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটির শিরোনাম ‘আলোড়নের কনসার্ট’। এটি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নালোড়ন’।
মাকসুদ ও ঢাকা, অরূপ রাহীর লীলা, শিরোনামহীন, নেমেসিস, সমগীতসহ দেশসেরা ব্যান্ড ও শিল্পীরা এই কনসার্টে আজ গাইবেন। সংগঠনের প্রতিষ্ঠাতা দন্ত্যন শুভ এনটিভি অনলাইনকে বলেন, ‘কনসার্টটির প্রতিটি টিকেটের মূল্য ৩০০ টাকা রাখা হয়েছে। কনসার্টটি থেকে আয়কৃত অর্থ আমরা ব্যয় করব বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য।’
বঞ্চিত শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে ‘স্বপ্নালোড়নের’ যাত্রা শুরু করেন দন্ত্যন শুভ ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা। বঞ্চিত শিশুদের শিক্ষাদানের মাধ্যমে সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে সংগঠনটির।
বর্তমানে তিন শতাধিক স্বেচ্ছাসেবী স্বপ্নালোড়নের এই কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, অভিনেতা মোশাররফ করিম, বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাসহ আরো অনেকে— এমনটিই জানান দন্ত্যন শুভ।