মনজুরুল ইসলামের গজল সন্ধ্যা

১৯২০ দশকের গজল থেকে শুরু করে বিংশ শতাব্দীর আধুনিক ২৩টি গজলের পরিবেশনা নিয়ে গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার কোটইয়ার্ড মঞ্চে অনুষ্ঠিত হলো প্রখ্যাত কণ্ঠশিল্পী মনজুরুল ইসলাম খাঁনের একক গজল সন্ধ্যা।
মনজুরুল ইসলাম খাঁন বাংলাদেশের গজল গায়কীয় ধারায় একজন শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী। শাস্ত্রীয় সংগীত চর্চাসহ দেশের শীর্ষস্থানীয় ওস্তাদজির কাছে তালিম নেওয়াসহ ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে ‘মাস্টার্স অব মিউজিক’ ডিগ্রি অর্জন করেন। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় এটি তাঁর চতুর্থ গজল সন্ধ্যা। দেশের বিভিন্ন অডিটরিয়ামে তিনি একাধিক একক গজল সন্ধ্যায় সংগীত পরিবেশন করেছেন। ইতিমধ্যে ‘এই রাত এমন মধুর’ এবং ‘আজনবী’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
মনজুরুল ইসলাম গজল সংগীতের বিবর্তন নিয়ে পরিবেশন করেন প্রখ্যাত সব শিল্পীদের গজল। পরিবেশনায় ছিল ওস্তাদ আমানত আলী খান, মেহেদী হাসান, গুলাম আলী, জগজিৎ সিং, পঙ্কজ উদাস, কবি নওশাদ নূবীর উর্দু গজল এবং কবি নজরুল ইসলাম, কবি শহীদুল্লাহ ফরাজী, পূলক বন্দ্যোপাধ্যায়, আলী হোসেন খান সাহেবের বাংলা গজল।