প্রেম করে বিয়ে করলেন অনুপম রায়!

আকাশে-বাতাসে ভাসছিল সংগীতশিল্পী অনুপম রায় বিয়ে করতে যাচ্ছেন, তবে কবে, কাকে? এ নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে চলতি বছরে অনেক খবর প্রকাশিত হয়েছে। অনুপম রায় সবাইকে বলেছিলেন এই বছরের শেষেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। সম্ভাব্য তারিখের কথাও জানিয়েছিলেন তিনি। আর সেই কথাও রাখলেন অনুপম রায়। গতকাল ৬ ডিসেম্বর রোববার তিনি বিয়ে করেন। অনুপমের স্ত্রীর নাম পিয়া চক্রবর্তী। বর্তমানে তিনি ভারতের উত্তর-প্রদেশে অবস্থিত শিব নাদার বিশ্ববিদ্যালয়ে পিএচইডি করছেন।
অনুপম রায়ের ভক্তদের জানতে ইচ্ছে হতেই পারে অনুপমের বিয়ে প্রেম করে হলো কি না! হ্যাঁ, অনুপমের বিয়ে প্রেম করেই হয়েছে। অনুপম যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখনই পিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর সেই পরিচয় বন্ধুত্বে রূপ নেয়। এর পরই প্রেম। দীর্ঘদিন এই বিষয়গুলো কাউকে জানাননি অনুপম। চলতি বছরেই পিয়ার ছবি নিজ ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন অনুপম। ফেসবুকের বদৌলতে সবাই জেনেছিলেন অনুপমের প্রেমের কথা। অনুপমও নিজের প্রেমের খবর সবাইকে জানিয়ে বেশ খোশমেজাজে ছিলেন।
অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এখন অনুপম নিজের মতো করে থাকতে পারবেন তো? হয়তো পারবেন, তবে সেটা পিয়াকে সঙ্গে নিয়েই।
অনুপম রায় নিজেই গান লিখেন, সুর করেন এবং গান গান। এটা সবার জানা। অনুপমের উল্লেখ্যযোগ্য জনপ্রিয় কিছু গান হলো ‘আমি আজকাল ভালো আছি’, ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রের ‘বেঁচে থাকার গান’, ‘চল পাল্টাই’ ছবির ‘বাড়িয়ে দাও তোমার হাত’ এবং ‘আমাকে আমার মতো থাকতে দাও’। এ ছাড়া ‘বসন্ত এসে গেছে’, ‘এখন অনেক রাত’, ‘একবার বল নেই তোর কেউ নেই’ পিকু চলচ্চিত্রের ‘বেজুবা’সহ আরো বেশ কিছু গান গেয়ে শ্রোতাদের মুগ্ধতা ও ভালোবাসা পেয়েছেন অনুপম রায়।